ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

মাঠের লড়াইয়ে মুখোমুখি সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, বুধবারmzamin

দেশের মাটিতে খেলা না হলেও ভারতের আসন্ন লিজেন্ড নাইন্টিতে খেলছেন সাকিব আল হাসান। একই টুর্নামেন্টে দল পেয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া তামিম ইকবালও। সোমবার রাতে টুর্নামেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করা হয়। দেশসেরা এই ওপেনার নিজেই সে বার্তায় এ খবর জানান। সবকিছু ঠিক থাকলে দুই টাইগারকে মাঠে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে। সাকিব-তামিম ছাড়াও টুর্নামেন্টের আরেক দল গুজরাট স্ট্যাম্প আর্মির হয়ে খেলবেন দেশের আরেক কিংবদন্তি মোহাম্মদ আশরাফুল। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে আগেই দল পান সাকিব। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। একই টুর্নামেন্টে নিজের খেলার কথা জানিয়ে তামিম বলেন, ‘সবাইকে স্বাগত। লিজেন্ডস নাইন্টি লীগে অংশ নিতে যাচ্ছি। এটা জানাতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমি বিগ বয়েজের হয়ে খেলবো। ৬ থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে ও অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের সরাসরি দেখতে চোখ রাখুন রায়পুরে।’ তামিমের দলে তার সতীর্থ হিসেবে রয়েছেন আরেক বাংলাদেশি কিংবদন্তি আব্দুর রাজ্জাক, ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান, হার্শেল গিবস, উপুল থারাঙ্গার মতো সাবেকরা। গত ১০ই জানুয়ারি দেশের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। বাংলাদেশের জার্সিতে না খেললেও ঘরোয়া ক্রিকেটসহ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও লিজেন্ড লীগের মতো টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন বলে জানান বাঁহাতি এই ওপেনার। চলতি বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার নিয়ে ১০ পয়েন্টে তালিকার তিনে রয়েছে বরিশাল। সবগুলো ম্যাচ খেলে ৩৮.৩৩ গড়ে ২৩০ রান করেছেন অধিনায়ক তামিম। রয়েছে দুইটি ফিফটিও। অন্যদিকে গত জুলাইয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সাকিব। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে শুধু ব্যাটার হিসেবে জায়গা পাননি। এ ব্যাপারে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই টুর্নামেন্ট দিয়েই অবসরে যেতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে চাইলেও তা সম্ভব হয়নি। খেলতে পারছেন না চলতি বিপিএলেও। গত রোববার তার নামে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। সাকিব-তামিমের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলেও দু’জনের ভক্ত-সমর্থকের সংখ্যা অনেক। তাই দেশের ক্রিকেটপ্রেমীরা দুই বাংলাদেশি কিংবদন্তিকে একসঙ্গে আবারো মাঠে দেখতে একপ্রকার মুখিয়েই থাকবে, তা প্রতিপক্ষ হিসেবে হলেও।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status