ভারত
জেরায় অবশেষে দোষ স্বীকার করলো সাইফের হামলাকারী
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৪ অপরাহ্ন

বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে ধরা পড়েন হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ। তকে ওই দিনই বান্দ্রা আদালতে পেশ করা হয়। খবর, জেরার মুখে অবশেষে দোষ শিকার করেছেন অভিযুক্ত শরিফুল। বলেছেন, ‘হ্যাঁ আমিই করেছি’।
মুম্বই পুলিশের তরফে সংবাদ সংস্থা এএনআই -কে জানানো হয়েছে অভিনেতার ওপর আক্রমণের ঘটনার ৩ দিন পর অভিযুক্তকে থানে থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত একাধিক নাম ব্যবহার করে। তার সঠিক পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মুম্বই পুলিশের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসকারী শরিফুল গত পাঁচ মাস ধরে এলাকার বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন। ইতিমধ্যেই ওরলি এবং থানে এলাকার দু'টি রেস্তোরাঁ-পাব ও হোটেলে শরিফুলের কাজ করার কথা জেনেছে পুলিশ। জানা গিয়েছে, ওরলি এলাকার রেস্তোরাঁয় চুরির অভিযোগ উঠেছিল শরিফুলের বিরুদ্ধে। সেই কারণে তার চাকরিও গিয়েছিল গত আগস্টে। শনিবার দুই রেস্তোরাঁয় হানা দেয় প্রশাসন।
সাইফের ওপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ওই দুই রেস্তোরাঁ থেকে সরিয়ে দেওয়া হয় পুরনো সাফাইকর্মীদের। মুম্বই পুলিশের একজন ডিসিপি, যিনি এই অভিযানের অংশ ছিলেন, তিনি জানান, অভিযুক্ত শরিফুলকে একটা ঝোপের গভীরে শুকনো ঘাস ও পাতার নিচে ঘুমোতে দেখা গিয়েছিল। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত প্রাথমিকভাবে এখানে কাজ করেছিল তবে সে অবস্থান সম্পর্কে সচেতন ছিল। সে বুঝেছিল এই জায়গাটি নিরাপদ, আর তাই এখানে থেকে যায়।’
সিসিটিভি ফুটেজে দেখা গেছে সাইফের হামলাকারী ঘটনার পরে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যাচ্ছে। সাইফ থাকেন ১২ তলায় আর হামলাকারীকে দেখা গিয়েছিল ষষ্ঠ তলার সিঁড়িতে। সেই ফুটেজ মিলেছিল সাইফ আলি খানের ওপর হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত
এই লোকের চেহেরার দিকে ভাল করে থাকালে বুজা জাই ওনাকে ফাসানু হয়সে।এটা ইন্ডিয়ান নাঠক।বাংলাদেশি সায়েব আলি খানকে কেন মারতে যাবে??এটা একটা নতুন নাঠক