খেলা
মালানের ফিফটিতে সহজ জয় বরিশালের
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ২৫তম ম্যাচে ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২১ রান সংগ্রহ করে চিটাগং কিংস। রান তাড়ায় ৪ উইকেটে ১৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের দল।
টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। সিদ্ধান্তে খুশি ছিলেন মিঠুন। জানান, নিজেরা টসে জিতলেও ব্যাটিং বেছে নিতেন। তবে তার ছাপ দেখা যায়নি মাঠে। ম্যাচে শুরুতেই বিপাকে পড়ে যায় চিটাগং কিংস। ঘরের মাঠে টপ অর্ডারের চরম হতাশার দিনে কেবল অধিনায়ক মোহাম্মদ মিঠুনই বড় ইনিংস খেলেন। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলীয় ২১ রানে উসমান খান ও পারভেজ হাসান ইমনের উদ্বোধনী জুটি ভাঙে। স্কোরকার্ডে পরের ১৮ রানের মধ্যে চট্টগ্রাম হারায় আরও ৪ উইকেট। ৩৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মিঠুনের দল। ৩৪ বলে ব্যক্তিগত ৩৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলে আউট হন অধিনায়ক। এরপর আরাফাত সানির অপরাজিত ২৭ রানের ইনিংসে দলীয় রানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট ১২১। বরিশালের হয়ে সর্বোচ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ। দুইটি উইকেট নেন তানভির ইসলাম।
লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে আউট হন অধিনায়ক তামিম। তিনে নামা তৌহিদ হৃদয় টেকেন মাত্র ৪ বল। মুশফিকুর রহীম ফেরেন ব্যক্তিগত ১১ রানে। মাহমুদউল্লাহ আউট হন ১৬ রান করে। তবে উইকেটের আরেক প্রান্ত আগলে রাখেন ওপেনার ডেভিড মালান। ৪১ বলে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তার সঙ্গে ব্যক্তিগত ২৬ রানে অবদান রাখেন মোহাম্মদ নবী। চিটাগংয়ের হয় সর্বোচ্চ দুইটি উইকেট নেন খালেদ আহমেদ।