অনলাইন
সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আপাতত তীব্র শীতের সম্ভাবনা নেই
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আপাতত তীব্র শীতের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ অফরোজা সুলতানা মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আপাতত তীব্র শীতের সম্ভাবনা নেই।’
বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে দেয়া বুলেটিনে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে ওই বুলেটিনে বলা হয়।