ভারত
কলকাতায় জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনে রেজওয়ানার কণ্ঠে ‘আজি শুভদিনে পিতার ভবনে’
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

বিশিষ্ট মার্কসবাদী নেতা ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৫তম প্রয়াণবার্ষিকীতে শুক্রবার তারই নামাঙ্কিত সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন হলো। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণাকেন্দ্র যাতে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই আমরা এগোতে চাই। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথমেই তিনি কণ্ঠে তুলে ধরেন, আজি শুভদিনে পিতার ভবনে গানটি। পরে সংক্ষিপ্ত ভাষণে রেজওয়ানা বলেন, ‘‘কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। প্রত্যাশা রাখছি এই গবেষণা কেন্দ্রের সাফল্যের। শান্তিনিকেতনে পড়াশোনার সুবাদে পশ্চিমবঙ্গের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক।’
তিনি জ্যোতি বসুর সঙ্গে তার স্মৃতির কথাও তুলে ধরেন। রেজওয়ানা বাংলাদেশের নাগরিক। তার জীবন জুড়ে রবীন্দ্রনাথ। শিক্ষা শান্তিনিকেতনে। মুক্তমনারা আক্রান্ত দু’পারেই। এই মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অবিসংবাদিত নেতা ছিলেন জ্যোতি বসু। স্বাভাবিকভাবেই তার মৃত্যু দিনের অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে এসেছিলেন রেজওয়ানা।
শুক্রবার জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের প্রথম পর্যায়ের ভবন উদ্বোধন করেন সিপিআইএমের পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাট। গবেষণা কেন্দ্রের ট্রাস্টের সম্পাদক রবীন দেব জানান, নিউটাউনে মোট পাঁচ একর জমিতে গড়ে উঠবে পুরো গবেষণাকেন্দ্র। মধ্যে তৈরি করা হয়েছে একটি জলাশয়।
তিনি আরও জানান, জ্যোতি বসু গবেষণাকেন্দ্র এখনও নির্মীয়মাণ। সবে তিনতলা হয়েছে। আরও চার ধাপে গড়ে উঠবে গবেষণাকেন্দ্র।
পাঠকের মতামত
বন্যেরা বনে সুন্দর। রেজওয়ানা ভারতে।