ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

অনুশীলনে ফিরেছে দুর্বার রাজশাহী

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:০৩ অপরাহ্ন

mzamin

পারিশ্রমিক না নিয়ে অনুশীলনে নামবে না ক্রিকেটাররা এমনকি হুমকি এসেছিল পরের ম্যাচ না খেলার। সেই পরিস্থিতির অবসান ঘটেছে আপাতত। রাজশাহী আজ অনুশীলনে ফিরেছে। 
গতকাল দুর্বার রাজশাহীর অনুশীলন করার কথা ছিল। কিন্তু অনুশীলনের কিছুক্ষণ আগে তারা বিবৃতিতে জানায়, অনুশীলন বাতিল করা হয়েছে। খেলোয়াড়রা নাকি থাকছেন বিশ্রামে। আগামীকাল চট্টগ্রাম পর্বে রাজশাহীর প্রথম ম্যাচের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। এমন সময়ে অনুশীল বাতিল করায় কৌতূহল জাগে বিশ্রামের সত্যতা নিয়ে!  শেষে ক্রিকেটারদের থেকে জানা যায় পারিশ্রমিক না দেয়ার বিষয়টি। দলটির একাধিক ক্রিকেটার নিশ্চিত করেন- বিশ্রাম নয় বরং পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলনে যাননি তারা। এমনকি বৃহস্পতিবারের মধ্যে ৫০ শতাংশ অর্থ বুঝে না পেলে আগামীকালের ম্যাচও বয়কট করার কথাও জানান তারা।  এরপর বিসিবিতে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এ নিয়ে তোলপাড় শুরু হয়। সন্ধ্যার পর চট্টগ্রামে রাজশাহীর ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ।

অবশেষে গতকাল মাঝ রাতে দেয়া ভিডিওবার্তায় অভিযোগ অস্বীকার করে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ। ভিডিওবার্তায় দলটির অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ বলেন, ‘অনুশীলন ও পারিশ্রমিকের বিষয়ে আমরা সারা দিন যে খবরগুলো দেখেছি। এটার সাথে পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি একদমই সম্পৃক্ত নয়। আমরা এরই মধ্যে প্রতিটি ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিশ্রুতি দিয়েছি। আগামীকাল (আজ) সবাইকে পারিশ্রমিক দেয়া হবে। এটার সঙ্গে অনুশীলনের সম্পর্ক নেই। ’ 
ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে দেরি হওয়ায় দুঃখপ্রকাশ করে জায়েদ আহমেদ জানান, ‘বৃহস্পতিবার (আজ) পারিশ্রমিকের ২৫ শতাংশ অর্থ নগদ পাবেন ক্রিকেটাররা। আর ২৫ শতাংশ অর্থের চেক দিয়ে দেয়া হবে। অর্থাৎ আগামীকালে ম্যাচের আগে ৫০ শতাংশ পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।’   
এছাড়া তার কথায় উঠে এসেছে এক অন্যরকম তথ্য যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।  ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যানের প্রসঙ্গে জায়েদ রাতে বলেন,  চেক বাউন্সের ব্যাপারটা হলো যেই ম্যাচে আমাদের দলের কর্ণধারের স্ত্রী মাঠে ছিলেন, ওই ম্যাচে সাইডলাইনে বসে থাকা অবস্থায় একটি বল আঘাত করে ওনার শরীরে। একটা হাড়ে চিড় ধরা পড়ে। তাই তৎক্ষণাৎ তাকে ব্যাংকক নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তিনি তার স্ত্রীর সাথে সেখানেই ছিলেন তাই তিনি বলেন,   'আমি তো দেশে নেই, তুমি দলকে বলো আমি আসার পরে যেন চেকটা জমা দেয়। না হয় ব্যাংক তো ফোন করে আমাকে পাবে না।' 
এদিন ভিডিও বার্তায় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের ব্যাপারেও ধারণা দেন রাজশাহীর পরিচালনা ইনচার্জ জায়েদ আহমেদ। অবশ্য ৫০ শতাংশ পারিশ্রমিক দেয়া হলেও সেটি বিপিএলের নীতিমালা সমর্থন করে না। কারণ টুর্নামেন্ট শুরুর আগেই প্রত্যেক ফ্রাঞ্জাইজির ক্রিকেটারদের দেয়ার কথা ৫০ শতাংশ অর্থ। খেলা শুরু হলে পরিশোধের কথা আরও ২৫ শতাংশ অর্থ। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে প্রথম দফায় ৫০ শতাংশ পেতে চলেছেন রাজশাহীর ক্রিকেটাররা যা এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। তবে আজ অনুশীলন শেষে রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন আশ্বস্ত করেছেন প্লেয়াররা তাদের পারিশ্রমিকের ২৫ শতাংশ পেয়ে যাবেন।  
এছাড়া ম্যাচের বিষয়ে তিনি বলেন, 'দেখুন পারিশ্রমিক না পেলে সেই জিনিসটা মাঠের খেলায় প্রভাব ফেলে। আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা এটা নিয়ে আর আপসেট হবেন না। আর পরের ম্যাচ ভালো হবে ইনশা আল্লাহ।'  আগামীতে তাদের দলের পথচলাটাও সুন্দর হবে বলে মনে করছেন মেহরাব হোসেন অপি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status