খেলা
হাথুরুর সঙ্গে ‘ঘনিষ্ঠতায়’ চাকরি হারান মহসিন
সৌরভ দাস, চট্টগ্রাম থেকে
(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

চান্ডিকা হাথুরুসিংহে বরখাস্তের দিন কয়েক পর জাতীয় দলের পারফর্মেন্স অ্যানালিস্ট মহসিন শেখকে বিদায় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কেন তাকে অব্যাহতি দেওয়া হয় সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে এবার মহসিন শেখ দাবি করলেন, হাথুরুর বন্ধু হওয়াতেই তাকে সরিয়ে দিয়েছে বিসিবি।
বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে কাজ করছেন মহসিন শেখ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে দলটি। অনুশীলন শেষে সবাই যখন টিম বাসে উঠছিলেন তখন কয়েকজন পরিচিত সাংবাদিক দেখে এগিয়ে যান মহসিন। সেখানে সবার সঙ্গে কুশলাদি বিনিময় করেন এই পাকিস্তানি বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান অ্যানালিস্ট।
সেখানেই এক পর্যায়ে জাতীয় ক্রিকেট দলে মহসিনের ছাঁটাইয়ের প্রসঙ্গ উঠে আসে। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চাকরি হারান মহসিন। এরপর তিনি বলেছিলেন সংবাদ সম্মেলন করবেন এ নিয়ে। সেটা এখনও না করায় ছাঁটাই নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন টাইগারদের সাবেক কোচ হাথুরুর সঙ্গে তার বন্ধুত্ব থাকাতেই চলে যেতে হয়েছে।
তিনি বলেন, ‘ফারুক (আহমেদ) ভাই আমাকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র হাথুরুসিংহের সঙ্গে আমার সখ্যতা থাকার কারণে। এর বাইরে কিছুই নেই। আমি টুর্নামেন্ট শেষ হলে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব। তবে এটা অযৌক্তিক ছিল।’
মহসিন শুধু জাতীয় দল নয় বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে কাজ করেন। ফলে চাকরি যাওয়াতে তিনি হতাশ নন বরং পরিবারকে আগের চেয়ে বেশি সময় দিতে পারায় খুশি। মহসিন বলেন, ‘আমি আপাতত এই চাকরি নিয়েই খুশি। এখন বরং, পরিবারকে বেশি সময় দিতে পারছি।’
এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে মহসিন শেখকে নিয়োগ দেয় বিসিবি। মূলত টাইগারদের তখনকার হেড কোচ হাথুরুর ভূমিকা ছিল তার নিয়োগের পেছনে। মূলত অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই তাকে আনার সুপারিশ করেন এই লঙ্কান। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকটি দল ও ফ্রাঞ্চাইজি লীগে কাজের অভিজ্ঞতা থাকায় হাথুরুসিংহের সুপারিশের পর তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু হাথুরুর বিদায়ের পর তার বিদায় ঘণ্টাও বেজে যায় দ্রুত।
মহসিনের বিদায়ের পর ভারতীয় অ্যানালিস্ট অক্ষয় হিরেমাথকে নিয়োগ দেয় বিসিবি। কখনও কোনো জাতীয় দল কিংবা বড় ফ্রাঞ্চাইজি লীগে কাজ করার অভিজ্ঞতা না থাকার পরও তাকে বিবেচনায় নেয় বিসিবি। অর্থাৎ, এক অভিজ্ঞকে ছাঁটাই করে অনভিজ্ঞর ওপর এখন ভরসা করছে বিসিবি। আগামী মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের টিম অ্যানালিস্ট হিসেবে থাকবেন অক্ষয় হিরেমাথ।
পাঠকের মতামত
এটাই যদি কার হয়ে থাকে তাহলে ঠিকই আছে। সংবাদ সম্মেলন করতে গেলে তোমাকে জুতাপেটা করা উচিত।