খেলা
যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই লিটন
স্পোর্টস রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
গেলো কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, লিটন কুমার দাসকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফির বিমান ধরবে বাংলাদেশ দল। আজ সেটাই হলো, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যে দল ঘোষণা করলেন তাতে ছিলো না লিটনের নাম। অবশ্য এটা খুব একটা অবাক হওয়ার মতো সিদ্ধান্তও নয়। অনেকদিন ধরেই লিটন রান পাচ্ছেন না। লিটনের ব্যাটে সর্বশেষ ৭ ইনিংসেই দুই অঙ্কের রান নেই। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটির পর টানা ১৪ ইনিংসে পঞ্চাশের দেখা নেই।
লিটনকে দলে না রাখার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’
লিটনের জায়গায় দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া সৌম্য সরকার, তানজীদ হোসেন তামিম থাকছেন ওপেনিংয়ে।