খেলা
এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যাবে সৈকতকে
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করে আইসিসি। সেখানে ১২ জন আম্পায়ারের মধ্যে আছেন সৈকতও। বাকি তিনজন ম্যাচ রেফারি। এই বাংলাদেশির সঙ্গে আম্পায়ার প্যানেলে আছেন কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবেরো, পল রাইফেল, মাইকেল গফ, জোয়েল উইলসন, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স হোয়ার্ফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা এবং রড টাকার। তাদের মধ্যে ধর্মসেনা, কেটেলবেরো, গ্যাফানি, ইলিংওয়ার্থ, রাইফেল ও টাকার ২০১৭তে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন। লন্ডনের ওভালে ৮ বছর আগে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন কেটেলবেরো। সেবারের ফাইনালে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন টাকার। রিজার্ভ আম্পায়ার ছিলেন ধর্মসেনা। ১৮০ রানে জিতে সেবারই প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফির স্বাদ পায় পাকিস্তান। এবারের আসরের বাকি ৩ ম্যাচ রেফারি হলেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট। আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে মাঠের আম্পায়ার হিসাবে ছিলেন কেটেলবোরো ও ইলিংওয়ার্থ। উইলসন এবং গ্যাফানি ছিলেন টিভি আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে। পাইক্রফট ছিলেন সে ম্যাচের রেফারি।
আইসিসির এলিট প্যানেলে থাকায় বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে নিয়মিত দেখা যাচ্ছে সৈকতকে। গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে পরিচালনা করেন ভারতের অস্ট্রেলিয়া সফরের বোর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায় সৈকতকে। যুক্তরাষ্ট্র-কানাডার উদ্বোধনী ম্যাচ পরিচালনা করে বাংলাদেশি হিসাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার কীর্তিও গড়েন তিনি। মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায় ৪৮ বছর বয়সী এই আম্পায়ারকে। এর আগে প্রথম বাংলাদেশি হিসাবে গত বছরের মার্চে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।