ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

শরীরে সাকিবের নাম লেখা দর্শকদের জামা পরালো পুলিশ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
mzamin

এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে শুরু থেকেই দর্শকরা সাকিব আল হাসানের নামে লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে না দেওয়ার অভিযোগ করছিলেন। এতে কয়েকজন সাকিব ভক্ত ভিন্নপন্থা অবলম্বন করেন, তারা নিজেদের শরীরে সাকিবের নাম লিখে আসেন। ৫ জন দর্শক, তারা প্রত্যেকে নিজেদের বুকে সাকিবের ইংরেজি নামের একটি করে অক্ষর লিখে আনেন। এরপর গ্যালারিতে পাশাপাশি দাঁড়ালেই ‘সাকিব’ লেখা ফুটে উঠছিল। 
মুহূর্তের মধ্যে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর পুলিশ এসে ওই ভক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মাঠের বাইরে নিয়ে যায়। পরে জামা পরে থাকতে হবে শর্তে আবার গ্যালারিতে নিয়ে আসা হয় তাদের। এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, ‘সাকিব তো আর এখন ক্রিকেটার না, রাজনীতিবিদ। তার নাম লিখে মাঠে আনলে বাকিদের রোষানলে পড়তে পারে ওরা। ওদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’
উল্লেখ্যে সাকিব এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। যদিও টেস্টে মিরপুরে শেষ ম্যাচ খেলতে চেয়েও পারেননি।  আর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইলেও বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় দলেই জায়গা পাননি। গত ৫ই আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের হয়ে মাগুরা ১ আসনের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি, যে কারণে খেলা হয়নি বিপিএলও।
 

পাঠকের মতামত

এগুলোকে সাকিব টাকা দিয়ে ভাড়া করেছে।

সোহাগ
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:১৬ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status