ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

ইমনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়েছেন চিটাগং মালিক

স্পোর্টস রিপোর্টার

(১ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এই বিপিএলে খেলছেন চিটাগং কিংসের হয়ে। পারিশ্রমিক না দেয়া ইস্যুতে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন দলটির মালিক সামির কাদের চৌধুরী। সেই ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিললের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। 

তিনি বলেন, ‘আজকে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাকে পরিষ্কারভাবে জানিয়েছি আমরা তার এই বক্তব্য ভালোভাবে নেইনি। আমরা তাদের বলেছি, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, তাদের কারও সঙ্গে এই ধরনের ব্যবহার প্রত্যাশা করি না। উনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, ওনার এই ব্যবহার ঠিক ছিল না।’

আর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা আজকে ওনার সঙ্গে কথা বলেছি। তাকে সতর্ক করেছি। কোনও খেলোয়াড়ের ব্যাপারে এমন মন্তব্য করার রাইটস তার নেই। খেলোয়াড়কে একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়েছেন, পারফরম্যান্স যেমনই হোক না কেন। এজন্য আমরা সতর্ক করেছি। বিসিবিকেও আমরা বলেছি নিয়ম অনুযায়ী এই ব্যাপারে ব্যবস্থা নিতে।’

এর আগে পারভেজের পেমেন্ট ইস্যুতে সামির বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেবো, বকেয়া রাখবো না।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status