ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

সিটির দুরবস্থার কারণ হিসাবে গার্দিওলার বিচ্ছেদকে দুষছেন অঁরি

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:৪৯ অপরাহ্ন

mzamin

শেষ ম্যাচে আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় ম্যানচেস্টার সিটি। তার আগে থেকেই খেই হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। অক্টোবরের শেষ দিন থেকে ডিসেম্বরের বক্সিং ডে পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে মাত্র একটিতে জেতে গার্দিওলার শিষ্যরা। দু:স্বপ্নের দিনগুলো থেকে ফিরে আসলেও ধারবাহিক পারফর্মেন্স দেখা যাচ্ছে না টানা চারবারের চ্যাম্পিয়নদের থেকে। এমন অবস্থায় ফরাসি কিংবদন্তি থিয়েরি হেনরি অঁরি মনে করেন, পেপ গার্দিওলার সঙ্গে তার স্ত্রী ক্রিস্টিনা সেরার বিবাহ বিচ্ছেদের ঘটনাটি দলের এই দুরবস্থার বড় কারণ।
২০০৭ -এ আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন অঁরি। তখন স্ত্রী ক্লেয়ার মেরির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার। গার্দিওলার মানসিক অবস্থা বুঝাতে গিয়ে তাই নিজের উদাহরণ টেনে আনেন অঁরি। সম্প্রতি স্কাই স্পোর্টসে এই গানার কিংবদন্তি বলেন, ‘ম্যানচেস্টার সিটি ও পেপের (গার্দিওলা) সঙ্গে যা ঘটছে তাতে কি আমি দু:খিত? হ্যাঁ, এক দিক থেকে অবশ্যই। ফুটবলের বাইরে পেপকে যা যা সামলাতে হয়েছে তা সহজ নয়। আমি যখন বার্সেলোনায় যোগদান করি তখন আমাকেও এর (বিবাহ বিচ্ছেদ) মধ্য দিয়ে যেতে হয়। আপনি মানসিকভাবে যখন ভালো থাকবেন না, তখন এ ধরণের বিষয়গুলো মোকাবিলা কর সহজ নয়।’ ৪৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার যোগ করেন, ‘তিনি স্বাভাবিক অবস্থায় নেই আপনারা দেখতেই পাচ্ছেন। যখন প্রতিনিয়ত আপনাকে পারফর্ম করতে হয় তখন আসলে কেউই এর মধ্য দিয়ে যেতে চাইবেন না। ব্যাপারটা আমি বুঝতে পারি। এখন আপনি যদি আবার মাঠে নামেন তবে এর ফল যথেষ্ট ভালো হবে না। কোনো দল তাদের (সিটির) সঙ্গে  ৯০ মিনিট চোখে চোখ রেখে লড়াই করলে আমার মনে হয় না সিটি সেই চাপ সামলাতে পারবে।’
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখিকা ক্রিস্টিনা সেরার সঙ্গে গার্দিওলার পরিচয় হয় ১৯৮৯ -এ। পরিচয়ের পাঁচ বছর পর থেকে একসঙ্গেই থাকা শুরু করেন দুজন। ২০১৪তে বার্সেলোনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন গার্দিওলা-ক্রিস্টিনা দম্পতি। সম্প্রতি তাদের আলাদা হবার খবর গণমাধ্যমে আসে। জানা যায়, গত ডিসেম্বরে আলাদা হবার সিদ্ধান্ত নেন তারা। দুজনের সংসারে রয়েছে তিনটি কন্যা সন্তান। আগামী শনিবার পরের ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এফএ কাপের চতুর্থ রাউন্ডে সিটিজেনদের প্রতিপক্ষ ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল লেটন ওরিয়েন্ট।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status