খেলা
দলবদলে স্ট্রাইকার না পেয়ে হতাশ আর্তেতা
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:৪৮ অপরাহ্ন

চলমান উইন্ডোতে স্ট্রাইকারের খোঁজে ছিল আর্সেনাল। তবে ফেব্রুয়ারি মাসে এসেও দলের প্রয়োজন অনুযায়ী কোনো স্ট্রাইকার খুঁজে পায়নি গানাররা। হতাশ হন কোচ মিকেল আর্তেতাও। তিনি বলেন, ‘আমাদের একটা পরিষ্কার ইচ্ছে ছিল যেটা জানা কথাই। উইন্ডো খেলা ছিল এবং প্রভাব রাখার মতো কোনো ফুটবলার দলে যোগ করে আমাদের স্কোয়াড আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। সেদিক থেকে আমরা অবশ্যই হতাশ। বিস্তারিত কিছু আমি বলতে চাই না। তবে সুনির্দিষ্ট কিছু কারণেই আমরা এটা করতে পানিনি এবং সেটা মেনে নিতে হবে। ব্যস। অনেক কিছু মিলিয়েই এটা হয়নি।’
ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে পজিশনে আর্সেনাল। যদিও এক ম্যাচ বেশি খেলে শীর্ষে অবস্থান লিভারপুলের। এ অবস্থায় দলকে নিয়ে আর্তেতা দলকে নিয়ে বাজি ধরলেন কীনা সে প্রশ্নে তিনি বলেন,‘ এটা কোনো বাজি নয়, এটা বাস্তবতা। এই বাস্তবতার মুখোমুখি হতে হবে আমাদের। আমাদের যে ফুটবলাররা আছে, ওদের নিয়েই করতে হবে। কেউ কেউ ধারে অন্য ক্লাবে আছে। আমাদের কখনোই ৩৫ বা ৪০ কিংবা ৪৫ জনের স্কোয়াড ছিল না। অন্য অনেক ক্লাবেরই ৪৫ জনের স্কোয়াড আছে। আমাদের দল অত বিশাল নয়। এটাই আমাদের বাস্তবতা।’
লীগ কাপের দ্বিতীয় লেগের লড়াইয়ে আজ রাত ২ টায় নিউ ক্যাসলের বিপক্ষে মাঠে নামবে গানাররা।