ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

শোয়েবের বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সানিয়া মির্জা!

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। বিচ্ছেদ হওয়ার পরেও বির্তক পিছু ছাড়ছে না এই তারকার। একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তার। এবার আলোচনায় এসেছেন দুবাইভিত্তিক ব্যবসায়ী আদিল সাজানের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন নিয়ে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শোয়েবের সঙ্গে ডিভোর্সের পর থেকে সানিয়া মির্জা ছেলে আজান মির্জা মালিককে নিয়ে দুবাইতে থাকছেন। সেখানেই বিলাসবহুল এক ভিলা বানাচ্ছেন তিনি। মূলত সেই ভিলার ডিজাইন করেছেন আদিল সাজানের কোম্পানি দানিউব হোমস। তবে সম্পর্কের ডালপালা মেলতে শুরু করে সম্প্রতি ইনস্টাগ্রামে সানিয়া মির্জা আদিলকে অনুসরণের মধ্যদিয়ে। গণমাধ্যমের দাবি, তাদের মধ্যে পেশাদার সম্পর্ক এবং বন্ধুত্বের বাইরে আরও কিছু সম্পর্ক থাকতে পারে। বিষয়টি নিয়ে আদিল সাজান ও সানিয়া মির্জা দু’জনেই এখনো চুপ। এ সম্পর্কে কিছুই মন্তব্য করেননি তারা। এদিকে তাদের নীরবতাই আরও বেশি জল্পনার সৃষ্টি করেছে। আদিল সাজান দুবাইয়ের একজন বিলিয়নিয়ার এবং দানিউব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ভারতীয় ব্যবসায়ী রিজওয়ান সাজানের ছেলে। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত আদিলের গ্যারাজে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া টি, বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং ল্যাম্বোরগিনি গ্যালার্ডো। বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সানিয়ার সাবেক স্বামী শোয়েব মালিকের সঙ্গে আদিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন তিনি। তবে আদিল কিন্তু বিবাহিত। তার স্ত্রী সানা সাজন পেশায় চিকিৎসক।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status