ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

বিপিএলে ধাক্কা খেয়ে ঘুম ভেঙেছে বিসিবির

স্পোর্টস রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ও স্পট ফিক্সিং নিয়ে বইছে বিতর্কের ঝড়। ১১ তম আসরের শেষ ভাগে এসে এই বিতর্ক আসরের সব সম্মান নষ্ট করছে। বিশেষ করে দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংসের ফ্র্যাঞ্জাইজি মালিকরা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনিয়ম করেছে। আর তাতে বড় রকমের ধক্কা লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এতেই শেষ বেলায় ঘুম ভেঙেছে বিসিবি’র। অন্যদিকে গঠনতন্ত্র সংশোধন নিয়ে জরুরী সভা ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্লাবগুলোর দাবি মেনে এরই মধ্যে গঠনতন্ত্র সংশোধন কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়াও গতকাল দীর্ঘ দিন ঝুলিয়ে রাখার পর বিসিবির স্ট্যান্ডিং কমিটির গুলোর দায়িত্ব বন্টন করা হয়েছে। 

তবে সভা শেষে সংবাদ সম্মেলনে সভাপতি ফারুক আসেননি। সেখানে পাঠানোর হয়েছে মিডিয়া কমিটির নয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠুকে। এছাড়াও ছিলেন বিসিবির নিসিয়র পরিচালক ও গ্রাউন্ডস ও হাইপারফরম্যান্স কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। বিপিএল নিয়ে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে বিপিএলে নিয়ে এই সমস্যা গুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নিয়েছি। ৪৮ ঘন্টার মধ্যে সব ফ্র্যাঞ্জাইজি মালিকদের নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করবো। আর ক্রিকেটারদের আস্বস্ত করতে চাই তাদের পারিশ্রমিক নিয়ে চিন্তার কোন কারণ নেই। আমরা জানি এতে করে বিসিবি ও দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। সে কারণেই গুরুত্ব সহকারেই সব ব্যবস্থা নেয়া হবে।’ 
বিপিএলের ১১তম আসর প্রাায় শেষের পথে। এত পরে এসে বিসিবি কেন পদক্ষেপ নিচ্ছে সেই জবাবে মাহবুবুল আনাম নিজেরে ব্যর্থতার কথা স্বীকার করে নেন। এছাড়াও তিনি জানান যে যারা এর সঙ্গে জড়িত যদি ব্যর্থ হন তারা বিসিবি আইনি প্রক্রিয়াতে এগিয়ে যাবে। মাহবুবুল আনাম বলেন, ‘হ্যা, এটা সত্যি যে বিসিবি আরো একটু আগে সচেতন হলে এমনটা হতোনা। এটাও সত্যি যে এই আসরটাও প্রায় শেষের পথে। তবে আমরা এখন থেকেই পরিবর্তনটা শুরু করতে চাই। আগে থেকে ব্যবস্থা নিলে এমনটা হতো না তা মানতেই হচ্ছে। সে কারণে আমরা সিরিয়াসলি বিষয়গুলো নিয়ে আলোচনা করে ত্রুটি গুলো চিহ্নিত করেছি।’ 
অন্যদিকে বিসিবির গঠনতন্ত্র কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুবুল আনাম। তিনি বলেন, ‘ক্লাবের কিছু দাবি ছিলো সেগুলো তার মধ্যে অন্যতম গঠনতন্ত্র সংশোধন কমিটির পুনর্গঠন করা। আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন কমিটি পরিমার্জন ও পরিবর্ধন করে কার্যক্রম শুরু করবো। সেই কমিটি সংশ্লিষ্ট সব স্টেক হল্ডারদের অংশ গ্রহন নিশ্চিত করে কার্যক্রম শুরু করা হবে।’ 

তার মানে পূর্বেনরকমিটির আহবায়ক নাজমুল আবেদিন ফাহিমকে না রাখার দাবি ছিল ক্লাব গুলোর, সেই দাবি পুরণ করা হচ্ছে। শুধু তাই নয় ক্লাবের দাবি মানাতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ বয়কট থেকে সরে আসাবে কিনা তা নিয়ে মাহবুবুল আনাম বলেন, ‘এই জন্য সিসিডিএমের চেয়ারম্যানকে ক্লাব গুলোর সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। তিনি আলোচনা করে প্রথম  বিভাগ ক্রিকেট লীগ শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’ 
অন্যদিকে ২১শে আগষ্ট বিসিবির নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার থেকে অন্যতম দাবি ছিলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি গুলো দায়িত্ব বন্টন করা। কিন্তু  পাঁচ মাস হয়ে গেলেও বিসিবি সভাপতি তা করতে পারেনি। অবশেষে সেই কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া ইফতেখার মিঠু বলেন, ‘আমাদের ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির দায়িত্ব বন্টন করা হয়েছে। এর মধ্যে আমাকে দেয়া হয়েছে মিডিয়া বিভাগের দায়িত্ব। এছাড়াও ক্রিকেট অপারেন্স  ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। মার্কেটিং কমিটির চেয়ারম্যানের পদ নিজের কাছে রেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।’ এরপর তিনি একে একে সব গুলো কমিটির দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে মহিলা বিপিএল আয়োজনে কোন তাড়াহুড়া করা হবেনা বলেও সভাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মিঠু।

 

পাঠকের মতামত

Shudu mal kamanor dhanday thakle onno kono dike monojog thake na

Not Interested
২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, ১০:২৬ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status