ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

সরাসরি বিশ্বকাপ টিকিট কাটতে ব্যর্থ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

শেষ পাঁচ ব্যাটারের থেকে রান আসে মাত্র ১টি। মোট চারজন ছুঁতে পারেন দুই অঙ্কের রান। বাংলাদেশ নারী দলের চরম ব্যাটিং বিপর্যয়ের দিন লক্ষ্য ১১৮ রান। ২ উইকেটে হেসেখেলে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আর তাতে নিগার সুলতানাদের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা জয় তুলে নেয় ৮ উইকেটে। এতে করে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ক্যারিবীয় মেয়েরা।

সেন্ট কিটসে শুক্রবার রাতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় সফরকারীরা। দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তারের ৬২ রানের জুটিতে স্বস্তিতে ফেরে টাইগ্রেসরা। অ্যাফি ফ্লেচারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ব্যক্তিগত ২২ রানে আউট হন ফারজানা। সর্বোচ্চ ৩৭ রান করে স্বাগতিক দলের অধিনায়ক হেলি ম্যাথিউসের শিকার হন শারমিন। দলীয় ৯৪ রানে জাইদা জেমসের বলে ডটিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন জ্যোতি। অধিনায়কের ব্যাট থেকে আসে ১১ রান। এরপর দলের খাতায় ২৪ রান যোগ হতে বাকি ৬ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩.৫ ওভারে গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাঁচে নামা ফাহিমা খাতুন ব্যক্তিগত ৭ রানে আউট হলে পরের পাঁচজন মিলে রান করতে পারে মাত্র ১টি। এদিন চারজন আউট হন রানের খাতা না খুলেই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কারিশমা রামহ্যারাক। দুটি উইকেট নেন জাইদা। অল্প পুঁজি নিয়ে বেশিদূর লড়াই করতে পারেনি সফরকারীরা। ওপেনিং জুটিতে ম্যাথিউস ও কিয়ানা জোসেপ মিলে করেন ৪৫ রান। ১২তম ওভারে ম্যাথিউসকে ফেরান নাহিদা আক্তার। সর্বোচ্চ ৩৯ রান করে আউট হন কিয়ানা। এরপরে শিমেইন ক্যাম্পবেল আর দিন্দ্রা ডটিনের জুটিতে হেসেখলে জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাক্তিগত ২৫ রানে অপরাজিত থাকে ক্যাম্পবেল। ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডটিন। এই হারে চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে বাংলাদেশ। একই পয়েন্টে রান রেটে এগিয়ে ছয়ে আছে নিউজিল্যান্ডের মেয়েরা। স্বাগতিক ভারতসহ শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। নারীদের চ্যাম্পিয়নশপ চক্রে এটিই ছিল শেষ ম্যাচ। জয় নিশ্চিত করতে পারলে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলতো বাংলাদেশের। সিরিজ শুরুর আগে জ্যোতি বলেছিলেন, বাছাইপর্ব খেলাটা ক্লান্তিকর। এখন সেই বাছাইয়ে খেলেই বিশ্বকাপ নিশ্চিত করতে হবে। এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে বিশ্বকাপের আগে ভারতেই মাঠে গড়াবে বাছাইপর্বের ম্যাচ। সেখানে জ্যোতিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এখান থেকে আসন্ন ভারত বিশ্বকাপের টিকিট পাবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের মেয়েদের সামনে এখন শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে লক্ষ্যে আগামী মঙ্গলবার একই মাঠে প্রথম ম্যাচে নামবে দু’দল।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status