খেলা
ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ বুমরাহ
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন

ইনজুরির কারণে চলমান ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়লেন জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পান ৩১ বছর বয়সী এ ডানহাতি পেসার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দু’টি ম্যাচে তার খেলার সম্ভাবনা ছিল না। তৃতীয় ম্যাচের দলে তাকে রেখেছিল ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। তবে মঙ্গলবার সে দল থেকেও বাদ দেয়া হয় বুমরাহকে। তার পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পান স্পিনার বরুণ চক্রবর্তী।
গত রোববার বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাহর চোটের পরীক্ষা করা হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা তাকে মাঠে নামার অনুমতি দেননি। বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট শেষে বিসিসিআইয়ের চিকিৎসকরা তাকে পাঁচ সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দেন। তাই ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই বুমরাহকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারত ক্রিকেট বোর্ড।
চোটের কারণে গত দুই বছরেও বেশ ভুগেছেন জসপ্রিত বুমরাহ। এর আগেও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহকে পায়নি ভারত। আগামী ১৯ শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরাহকে ভারত দল পাবে কিনা তা এখনও অনিশ্চিত। ভারতের প্রথম ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে। আগামী ২০ই ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে এ ম্যাচ।