খেলা
৮ রানে হার খুলনার
স্পোর্টস ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৪ অপরাহ্ন
সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১৮১ রান তাড়ায় ১৭৩ রানে থেমেছে খুলনা টাইগার্সের ইনিংস। ৮ রানে জিতে জয়ের ধারা অব্যাহত রাখলো সিলেট। আর খুলনা হারলো টানা ২ ম্যাচ। খুলনার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মোহাম্মদ নেওয়াজ। আর সিলেটের হয়ে সমান ২টি করে উইকেট নেন রিচ টপলি, রুয়েল মিয়া ও তানজিম হাসান সাকিব।
১৮১ রানে থামলো সিলেট
বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সর্বোচ্চ ৪৬ বলে ৭৫ রান করেন জাকির হাসান। এছাড়া ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫৬ রান। আর খুলনা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও জিয়াউর রহমান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রাহকিম কর্নওয়েল ও জর্জ মাঞ্জির উইকেট হারায় সিলেট। এরপর ১০৬ রানের জুটি গড়েন রনি ও জাকির। ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করা রনি ফিরলে ভাঙে তাদের জুটি। তবে জাকির শেষ পর্যন্ত টিকে ছিলেন। তার ৭৫ রানের ইনিংসে ছিল ৩ চার ও ৬ ছক্কা। আর শেষদিকে অ্যারন জোন্স ৬ বলে ২০ আর অধিনায়ক আরিফুল হক করেন ১৩ বলে ২১ রান।