অনলাইন
সড়কে দুর্ঘটনার দায় বর্তাবে সওজ, বিআরটিএ'র কাঁধে
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২১ অপরাহ্ন
সড়ক, মহাসড়কে দুর্ঘটনার দায় এখন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের কাঁধেও এসে পড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সড়কে দুর্ঘটনার জন্য যদি কোনো সড়কে ত্রুটি দায়ী হয়, তবে সওজের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি দেখা যায় বাস চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির ফিটনেস সনদ নেই, তবে সেক্ষেত্রে দায় বর্তাবে বিআরটিএর কর্মকর্তাদের ওপর। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পুলিশের গাফিলতি থাকলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।
বিআরটিএর কার্যক্রমে হতাশা প্রকাশ করে ফাওজুল কবির বলেন, জনগণকে সরাসরি সেবা দেয় এমন কিছু প্রতিষ্ঠান গত ৫ই আগস্টের পরে বন্ধ করে দেয়া হয়েছে৷ বিআরটিএর কিছু আগে অগ্রগতি হয়েছে৷ কিন্তু সেটা আশানুরূপ নয়৷ বিআরটিএ যদি তাদের কার্যক্রমে গতি না আনে তবে এ প্রতিষ্ঠানও বন্ধ করে দিতে বাধ্য হবো৷
সঠিক সিদ্ধান্ত। এই ঘুষখোর গুলোর শাস্তি দরকার।
সঠিক সিদ্ধান্ত।