ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

খেলা

এবার আফগানদের বয়কটের ডাক দিলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

কিছুদিন আগে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানকে বয়কটের আহ্বান জানিয়েছিলেন বৃটিশ রাজনীতিবিদরা। আফগানদের তালেবান শাসনে নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দেন তারা। এবার একই কারণে টুর্নামেন্টে আফগানদের বয়কটের ডাক দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।

আগামী ফেব্রুয়ারিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ ‘বি’ তে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। আগামী ২১শে ফেব্রুয়ারি করাচিতে আফগানদের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে প্রোটিয়াদের। সেই ম্যাচ বর্জনের কথা বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকেঞ্জি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, অন্যান্য দেশের বোর্ড এবং আইসিসি ক্রিকেট বিশ্বকে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের কাছে তারা কী বার্তা পাঠাতে চায়, তা সাবধানতার সঙ্গে ভাবতে হবে। আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা খেলবে কিনা, ক্রীড়ামন্ত্রী হিসাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া আমার কাজ নয়। এটা আমার সিদ্ধান্ত হলে অবশ্যই ম্যাচটি হতো না।’ 

বিবৃতিতে আরও জানানো হয়, ‘একজন পুরুষ হিসেবে আমি এমন একটি জাতির মানুষ, যারা বর্ণবাদের কারণে সমানভাবে খেলার সুযোগ পেত না। আজ যখন বিশ্বের যেকোনো জায়গায় নারীদের প্রতি সমান আচরণ করা হচ্ছে, তখন তাদের (তালেবান) অন্যভাবে দেখাটা ভণ্ডামি ও অনৈতিক।’ 

এর আগে একই কারণে আফগানদের বয়কটের ডাক দিয়ে ইসিবিকে চিঠি পাঠান বৃটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজি। সেখানে স্বাক্ষর করেন পার্টিটির সাবেক প্রধান জেরিমি করবিনও, রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজসহ বৃটেনের অন্তত ১৬০ জন রাজনীতিবিদ। এর উত্তরে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড জানান, ‘ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায়। এ কারণেই ইসিবি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলা হতে বিরত রয়েছে। তবে কোনো দেশের একক প্রতিবাদের চেয়ে সবাইকে নিয়ে যদি কিছু করা যায়, তবে সেটিই অধিক কার্যকর হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

Bangladesh Army

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status