ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

নাদেলের ভিডিও বার্তা

মার্চের আগে দেশে ‘ফিরবেন’ শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

শফিউল আলম চৌধুরী নাদেল। ছবি: ফেসবুকের ভিডিও বার্তা থেকে নেয়া

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতিক। তিনি মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহের পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন। একইসঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে। এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা।

নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৮ মিনিট ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তার সারসংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন। নাদেল বলেন, ‘আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ্ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন।’

ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, ‘বছরের শুরুতেই যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেতো সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে।’

মুক্তিযুদ্ধের চেতনাকে বার বার পর্যদুস্ত করা হয়েছে জানিয়ে বলেন, ‘জুতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ড. ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই।’

বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন, ‘আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম। কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোন অবস্থায় আছে সেটির বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন।’ আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘ওই সময়ের প্রতিটি ঘটনাই ছিলো ড. ইউনূসের ষড়যন্ত্রের অংশ। এ অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যায় না। আগামী এক মাসের মধ্যে দেশের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন।’

ভিডিও বার্তায় নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাড়াতে পারিনি। এজন্য আমরা দুঃখিত ও লজ্জিত।’

পাঠকের মতামত

আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা সময়ের দাবি মাত্র ইনশাআল্লাহ।

খোরশেদ আলম
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৪:৪৪ অপরাহ্ন

ভাতিজা তুমি তোমার বুবুরে লাইয়া অবশ্যই আসবা। আমরা তারে আনার চেস্টা কইরা ফেল করছি।তুমি পারলে পুরষ্কার স্বরূপ তোমারে একটি রাজ হাসের ডিম (থেরাপি)দেয়া হবে।

মাহবুবুল হক
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ২:০২ অপরাহ্ন

হাসুর শাড়ির আঁচলই ওদের শেষ ভরসা , এখন আপাতত মমতাদির আঁচলে মাথা গুজিয়েছেন ………!

sultan
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:০৫ অপরাহ্ন

আহো ভাতিজা আহো! তোমার আপাকে সাথে নিয়ে আসো।

Eusuf Ali Khan
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:১২ পূর্বাহ্ন

tomader oppekkay achi taratari aho vatija aho

Md. Alamgir
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

একদম মিথ্যা কথা, শেখ হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।

ছালেহ আহমদ সুহাইল
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:৫০ পূর্বাহ্ন

স্বপ্ন দেখতে থাক নাদেল, আর ভালো করে নিজেদের পিঠে তেল লাগিয়ে রাখিস। হতাশলীগ।

এম, এন, কাদের।
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:৩৯ পূর্বাহ্ন

তোমার আম্মুর সাথে তুমিও এসো বাছা।

হৃদয়ে বাংলাদেশ
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:০৫ পূর্বাহ্ন

নিজের জন্মস্থানে আসবে এটাই স্বাভাবিক। সেখানে যত হায়না থাকুক না কেন।

MD. Shamimur Rahman
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:৪২ অপরাহ্ন

এতো সাহস থাকলে পালিয়ে ভারতে কেন ? এক বাবার জম্ম হয়ে থাকলে বাংলাদেশে আসুন

Foyshal
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:১৪ অপরাহ্ন

তুমি পালিয়ে গেলে কেন, দেশে আসো।

M khan
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:০৩ অপরাহ্ন

আয় দেশে, অব: সামরিক রাই যথেস্ট ওকে ডিল করার জন্য।

হাসান
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:০১ অপরাহ্ন

আসো আমরা জেগে আছি ।

EMRAN
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৬:৪২ অপরাহ্ন

ডিসেম্বর থেকে জানুয়ারি ? এখন জানুয়ারি থেকে মার্চ ? কোন সালের মার্চ ? সবাই আসেন আমরা মাঠে আছি!

Manik
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৫:৩৫ অপরাহ্ন

তুমি রিয়েলিটি মাইনা নাও এবং তাড়াতাড়ি চলে এস।

সাজু
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:১৭ অপরাহ্ন

কোন সনের মার্চ মাস। ২০৪১? ২১৪১?

আব্দুস সালাম
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:৪২ অপরাহ্ন

Mr.Nadal ur surprise will not come back. Hasena is waisted for the country and she lost her paradise for ever.

Muazzem Choudhuri
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:২৩ অপরাহ্ন

আহ ভাতিজা আপারে নিয়া আহ,দেশের জনগণ তোমাদের অপেক্ষায় বসে আছে,সাথে আয়না ঘর ডাকছে তোমাদের কে।

MONJO
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন

ওরা মিথ্যা ইনফরমেশন দিয়ে সরকারের মন মানসিক অবস্থার কি পরিবর্তন হয় তা দেখছে। ওদের ধরুন এবং জেলে ভরুন।

Khokon
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন

আসেন এটা আপনার দেশ আসতে বারণ করছে কে পালিয়ে গেলেন কেনো আপনাদের যদি অপরাধ না থাকে দেশের মানুষ আপনাদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত

Riyad
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:০০ অপরাহ্ন

হাসু আপা বলেছিল ডিসেম্বর। ডিসেম্বর চলে গেল। এখন আবার মার্চে। এতদিন অপেক্ষা করা সম্ভব না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক দিন শোনা হয় না। সব সময় মিসিং মিসিং মনে হয়

Tuheen
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:৫৩ অপরাহ্ন

এই মহিলার লজ্জা শরম বলতে কিছু নেই। পুরা শেখ পরিবার লুটেররার দল। শেষ পর্যন্ত টিউলিপ সিদ্দিকও! লজ্জায় আত্মহত্যা করা উচিৎ ওনার।

Salauddin Sarker
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:৪৯ অপরাহ্ন

আগাম শুভেচ্ছা তোমার আপার জন্য!দুশ্চিন্তা করার দরকার নেই! আয়না ঘর খালি আছে!

Sumi
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:১৯ অপরাহ্ন

মামু................. আয়!!

মিম মাসাদ
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:০০ অপরাহ্ন

Now you come back dirty man

Mir Raisuzzaman
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:৩৭ পূর্বাহ্ন

পাগল।আমরা ও চাই সে ফিরে আসুক তার বিচার বাংলার মাটিতে হউক।

মনির
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:৩৭ পূর্বাহ্ন

আইচ্ছা, আইসো।

Md
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:২৫ পূর্বাহ্ন

ওপার থেকে হাউকাউ না করে চট করে ঢুকে যান। দেশবাসী আপনাদের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

রিয়াদ
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:১৯ পূর্বাহ্ন

মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন।’ নাদেল,তোমার আর হাসিনার জন্য আগে থেকেই আয়নার জায়গা রাখা আছে।

Faruki
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:১৫ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status