অনলাইন
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে স্থানীয়দের হামলা, আহত ৫
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:৩০ অপরাহ্ন
সোনারগাঁ উপজেলার মিরেরটেক বাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের সোনারগাঁ অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন সহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার সাদীপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায়।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের মিরেরটেক, মৈষটেক, নয়াপুর বাজারসহ অত্র এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, অভিযানে মৈষটেক এলাকার প্রায় ২৫০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয় ও ২শ’ বাড়ির প্রায় ২৫০ আবাসিক চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। পরে মিরেরটেক বাজারে অভিযান পরিচালনা করতে গেলে ওই এলাকার প্রায় ৬০-৭০ জনের স্থানীয় গ্রামবাসীর একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপসহ অতর্কিত হামলা করে ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর হন। এছাড়াও অফিস সহকারী খইয়ম বেপারী, গ্যাস বিচ্ছিন্নকারী টিমের ইব্রাহিমসহ ২ জন শ্রমিক ও পুলিশ লাইনের ২ পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। হামলার খবর পেয়ে সোনারগাঁ থানা ও তালতলা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তালতলা ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস ইসলাম বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কাউকে এখনো প্রেপ্তার করা সম্ভব হয়নি। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।