ভারত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৫ অপরাহ্ন
শেষকৃত্যের জায়গা নিয়ে বিতর্কের মধ্যে শনিবার সরকার নির্ধারিত নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং অন্য বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়্গে-সহ কংগ্রেস নেতৃবৃন্দ। শনিবার সকালে কংগ্রেসের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শায়িত রাখা হয় শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব এবং অন্য রাজনীতিকেরা। কংগ্রেসের সদর দফতর থেকে সাবেক প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে নিগমবোধ ঘাটে। সেখানে ২১ বার তোপধ্বনির মাধ্যমে শেষ বিদায় জানানো হয়। মুখাগ্নি করেন মনমোহনের জ্যেষ্ঠ কন্যা উপিন্দার সিং। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রতিবেশী ভুটানের রাজা জিগমে খেসারত নামিবিয়ার ওয়াংচুক।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে, তা নিয়ে শুক্রবার দিনভর সরকারের সঙ্গে কংগ্রেসের টানাপোড়েন চলে। নিগমবোধ ঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের সিদ্ধান্তে শুরু থেকেই আপত্তি জানিয়েছিল কংগ্রেস। তারা চাইছিল, যমুনার তীরে রাজঘাটের আশপাশের কোনও জমিতে মনমোহনের শেষকৃত্য হোক, যেখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ীদের স্মৃতিসৌধ রয়েছে। প্রশ্ন ওঠে,এর আগে দেশের কোনও সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য এই শ্মশানে হয়েছে কি না, তা নিয়েও । কংগ্রেস ও মনমোহনের পরিবার চেয়েছিল, যেখানে শেষকৃত্য হবে সেখানেই স্মৃতিসৌধ নির্মাণের । তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়,মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য অন্যত্র জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।