ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

ভারত

চমকপ্রদ তথ্য নির্বাচন কমিশনের

ভারতের ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট গোনাই হয়নি

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৫ অপরাহ্ন

mzamin

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ভোটদাতার সংখ্যা বৃদ্ধি পেলেও ভোটদানের হার কিছুটা কমেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, প্রায় ১০.৫৮ লক্ষ ভোট গোনা হয়নি। যার মধ্যে ৫.৩৫ লক্ষ পোস্টাল ভোট রয়েছে। বাতিল হওয়া ভোটের সংখ্যা নিয়ে এখন জোরদার আলোচনা চলছে।নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল প্রায় ৯৭.৯৭ কোটি। যা ২০১৯ সালের থেকে ৭.৪৩ শতাংশ বেশি। এর মধ্যে প্রায় ৬৪.৬৪ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চূড়ান্ত ভোটদানের হার ছিল ৬৫.৯৭৮ শতাংশ। উদ্বেগজনকভাবে ২০১৯ এবং ২০১৪ সালের তুলনায় এই ভোটের হার কম। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১.৩ শতাংশ কমেছে ভোট। চমকপ্রদভাবে কমিশনের দেওয়া তথ্য বলছে, সব মিলিয়ে প্রায় ১০.৫৮ লক্ষ ভোট গোনা হয়নি। ওই ভোটের মধ্যে প্রায় পৌনে ১০ হাজার ভুয়ো ভোটার হিসাবে ধরা পড়ে। বাকি প্রায় সাড়ে ১০ লক্ষ ভোট ত্রুটিপূর্ণ, নয় নিয়ম বহির্ভূত। কোনও না কোনও কারণে ওই সাড়ে ১০ লক্ষ ভোট বাতিল হয়েছে। প্রশ্ন হল, ওই বিপুল ভোট বাতিল না হলে ফলাফল কি অন্যরকম হত? ২০২৪ লোকসভা ভোটে এনডিএ জোট তাদের ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে।এনডিএ জোট মোট ২৯৫টি আসনে জয়লাভ করে। বিজেপি এককভাবে জেতে ২৪০টি আসন। বিরোধী ইন্ডিয়া জোট ২৩০টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে কংগ্রেস একা পেয়েছে ৯৯টি আসন। বিশেষজ্ঞদের মতে, প্রায় সাড়ে দশ লক্ষ বাতিল ভোট পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি দুর্বলতা তুলে ধরছে। ভোট বাতিল হওয়ার পেছনে ইভিএম ত্রুটি বা ভোটারদের সচেতনতার অভাব বড় কারণ হতে পারে। ভুয়ো ভোটারের সংখ্যা বৃদ্ধি এবং ত্রুটিপূর্ণ ব্যালট নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সূত্র : ডেকান হেরাল্ড

পাঠকের মতামত

ইসরাইলের দোসর কী না - কত আর ভালো হবে.......

জনতার আদালত
২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৯:০৪ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status