অনলাইন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা
সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এ আদেশ দেন।
ওই পাঁচ জনের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামও রয়েছেন। তবে বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
পরোয়ানা জারির আবেদনে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, গত ৫ অগাস্ট আশুলিয়ায় ছয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। এরপর তাদের লাশ ‘চ্যাংদোলা করে ভ্যানে উঠিয়ে’ আগুনে পোড়ানো হয়।
আশুলিয়ায় গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জনকে সেখানে আসামি করা হয়।
ওই আসামির তালিকায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাভার-আশুলিয়ার সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি, বেক্সিমকো লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ মনতাজউদ্দিন মণ্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরীফ ব্যাপারী, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোস্তাক আহমদ, কাশিমপুর থানা ছাত্রলীগ সভাপতি সাবের আহমেদ সজীব ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাদিম হোসেনের নাম রয়েছে।
পাঠকের মতামত
বাংলাদেশ সরকার কে আহবান জানাই ভারতীয় মুসলমানদের নির্যাতন নিয়ে বিশ্ব মন্ডলে তুলতে।