ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

mzamin

প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আগামী ১৫ ডিসেম্বর থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার নিজের  ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, গতকাল পররাষ্ট্রমন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে। সেখানে আমি, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ছিলেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি। এই ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপির আবেদন করেছেন তারা পেয়ে যাবেন।
তিনি বলেন, প্রথম প্রায়োরিটি দেয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের। এরপর যেসব দেশে ডিমান্ড বেশি তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই সমস্যা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।

আসিফ নজরুল বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না।
প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, এই সমস্যা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় জন্য দেড় বছর সময়ক্ষেপণ হয়। আমরা আসার পর ওই পুরো প্রক্রিয়া বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু সময় লেগেছে।

ই-পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে দরকার হলে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেয়ার জন্য। সেগুলো পরে বিস্তারিত জানানো হবে।

পাঠকের মতামত

মাননীয় উপদেষ্টা বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের টিকেটের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নিন তাতে প্রবাসীরা উপকৃত হবে

মুহাম্মদ আবুল কালাম
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৫:১২ অপরাহ্ন

বিতর্ক চলছে অনেক কিছু নিয়ে। শুধু তিন বছরের পাসপোর্ট প্রিন্ট দিয়ে সব বিতর্কের সমাধান হয়? সুনির্দিষ্ট বিতর্কের বিষয়ে সুনির্দিষ্ট জবাব প্রত্যাশা করি, সাধারন নাগরিক হিসেবে। অথবা বিতর্কিত বিষয়গুলো পেছনে ফেলে, সংশোধন হয়ে সামনের দিকে আগানো টা দেশপ্রেমী জনগণ প্রত্যাশা করে। অথবা দায়ভার নিয়ে দায়িত্ব থেকে সসম্মানে সড়ে যাওয়া ভালো। সম্মান থাকুক। দায়িত্ব পরে।

Abu Zubaer
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২:৪৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status