অনলাইন
মিষ্টি কথায় ভুইলা
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
প্রিয় হাসু আপা, নিশ্চয় মনে পড়ে ১৯৯৬ সালের কথা। ওই বছরের জাতীয় নির্বাচনের আগে পত্রিকায় একটি ছবি ছাপা হয়েছিল। আপনি জায়নামাজে বসে দুই হাত উপরে তুলে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। সেই ছবি কয়েকদিনের মধ্যে পোস্টার হয়ে সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছিল আপনার সেই ছবি। আর এক ছবিতেই উল্টে যায় পরিস্থিতি। বাজিমাত করেন আপনি। দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ গ্রহণ করে। আর আপনি হন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী। এরপর অনেক ঘটনা ঘটে। আপনার মন্দিরে গিয়ে দেবতাকে প্রণাম করার ছবিও দেখেছি। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে বিশাল জয়ের পর আপনি যেসব মন্দ কাজ করেছেন তার অন্যতম একটি হলো-জামায়াতের নামে মুসলমানদের ওপর নির্যাতন। মুসলমান মানে মাওলানাদের ওপর নির্মম অত্যাচার। এটি বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে- দেশে ওয়াজ মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আসতে থাকে। জারি করা হয় ১৪৪ ধারা। নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানরা হয়ে পড়ে সংখ্যালঘু। হায়রে নিয়তি। এরই মধ্যে শর্তসাপেক্ষে দুই একটি ওয়াজের অনুমতি স্থানীয় প্রশাসন দিলেও সেখানে আপনার দলের নেতা নামের গুণ্ডারা গিয়ে বাধা দেয়ার দৃশ্য দেশবাসী দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার আসল চেহারা তখন ভেসে উঠে।
তাইতো ওর বাবারে চিনেছে 75’র সেনাবাহিনী BUT ওরে চিনেছ 24’র ছাত্রজনতা..........