খেলা
বিপিএলের এনওসির অপেক্ষায় আরও ১২ জন
স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারবাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) পাকিস্তানের তারকাদের মিলনমেলাটা সবসময়ই ছিল। অন্যান্য বছরের মতো বিপিএলের আগামী মৌসুমেও বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের একঝাঁক ক্রিকেটারদের। তবে সবশেষ কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কায় থাকতে হয়েছে বিপিএল’র ফ্র্যাঞ্চাইজিদের। দল পেলেও সবাইকে অনাপত্তি পত্র দিতে টালবাহানা করেছে পিসিবি। বিপিএল’র সবশেষ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ হারিসের। বাংলাদেশে এসে চট্টগ্রামের টিম হোটেলে উঠলেও পিসিবির অনাপত্তি পত্র না পাওয়ায় টুর্নামেন্ট চলাকালীন পাকিস্তানে ফিরে যেতে হয়েছিল তরুণ এই ওপেনারকে। বিপিএল’র এবারের মৌসুমেও এমন কিছু দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেটার একটা বড় উদাহরণ হতে পারে কেবল মাত্র ফাহিম আশরাফের এনওসি পাওয়া। বিপিএল’র বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত ১৩ ক্রিকেটারের দল পাওয়ার খবর নিশ্চিত হয়েছে। যেখানে অলরাউন্ডার ফাহিম এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে পুরো মৌসুম খেলবেন তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার। যেখানে খান জাহানদাদের সঙ্গে আছেন আরেক পেসার আলী মোহাম্মদ। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে সাইম আইয়ুবের। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লীগে খেলা খুশদিল শাহও খেলবেন বিপিএলে একই দলের হয়ে। সঙ্গে আছেন পাকিস্তানি পেসার আকিফ জাভেদ ও অলরাউন্ডার ইফতিখার আহমেদ। চিটাগং কিংসে আছেন আরও তিন পাকিস্তানি। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী ও উসমান খান। খুলনা টাইগার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ হাসনাইন। এর বাইরে পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ হারিস ও ফখর জামানের সঙ্গে আলোচনা চলছে দুর্বার রাজশাহীর। বিপিএলে একজনকে এনওসি দিলেও লঙ্কা টি-টেন সুপার লীগের জন্য ছেড়ে দেয়া হয়েছে আসিফ আলী, উমর আকমল, ইমরান খান সিনিয়র ও মোহাম্মদ আমিরকে। এদিকে এত এত ক্রিকেটারের মাঝে মাত্র একজনের এনওসি পাওয়া বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। যদিও এখনো তাদের এনওসি পাওয়ার সময় শেষ হয়ে যায়নি। বিপিএল খেলার জন্য পাকিস্তানের ক’জন এনওসি পান, সেটা দেখতে অপেক্ষা করতে হতে পারে আরও দিন দশেক।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
![Hamdard](advert/static/advert-img/cc.webp)