খেলা
সিরাজকে জরিমানা, হেডকে তিরস্কার আইসিসির
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:১৫ অপরাহ্ন
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেড যে শাস্তি পাচ্ছেন তা অনুমেয়ই ছিল। অ্যাডিলেড টেস্টে তর্কে জড়িয়ে শেষ পর্যন্ত দুজনই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তির সম্মুখীন হলেন।
ভারতের ডানহাতি পেসার সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। অন্যদিকে হেডকে কোন জরিমানা না করে তাকে শুধু তিরস্কার করেই ছেড়ে দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। মারকুটে অজি ব্যাটারের নামের পাশেও যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। শেষ দুই বছরের মধ্যে এবারই প্রথম শাস্তির সম্মুখীন হলেন এই দুই ক্রিকেটার। দুজনই এই ঘটনার দায় স্বীকার করেছেন। ম্যাচ আম্পায়ার রঞ্জন মাদুগালের দেওয়া রায় মেনে নিয়ে এখানেই ঘটনার নিষ্পত্তি করে নিয়েছেন দুই ক্রিকেটার। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৪০ রান করে সিরাজের বলে আউট হওয়া হেড সাজঘরে ফেরার সময় কিছু একটা বলেন ভারতীয় এই পেসারকে। তাতে চোখ রাঙিয়ে জবাব দেন সিরাজ। এরপর হেডকেও কিছু একটা বলতে দেখা যায়। তবে দুজনই স্ট্যাম্প মাইকের থেকে দূরে অবস্থান করছিলেন। তাই তাদের বাকবিতণ্ডা শোনা যায়নি।