খেলা
আর্সেনালের হোঁচটের দিন জিতে টেবিলের দুইয়ে চেলসি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:৪৫ অপরাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লীগের লড়াইটা যেন আরও জমিয়ে দিল আর্সেনাল ও চেলসি। ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে আর্সেনালের ড্রয়ের দিন টটেনহামকে ৪-৩ গোলে হারিয়ে লীগ তালিকার দ্বিতীয়তে উঠে এসেছে এঞ্জো মারেসকার দল।
রোববার ফুলহ্যামের মাঠে ১১তম মিনিটেই রাউল হিমেনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৫২তম মিনিটে উইলিয়াম সালিবার গোলে ১-১ এ সমতা আনে আর্সেনাল। এরপর আর গোলের দেখা না পেয়ে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করে গানাররা। অপর ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে ৭ গোলের ম্যাচে নাটকীয় জয় তুলে নেয় চেলসি। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই দুই গোল দিয়ে এগিয়ে যায় টটেনহাম। এরপর সানচো এবং পামারের গোলে এগিয়ে যায় চেলসি। পেনাল্টি থেকে দুইটি গোল করেন ইংলিশ মিডফিল্ডার কোল পামার। এঞ্জো ফার্নান্দেজের আরও এক গোলে ব্যবধান বাড়ালে অতিরিক্ত সময়ে সনের গোলে ব্যবধান কমায় টটেনহাম। ৪-৩ স্কোরলাইনে শেষ হয় ম্যাচটি। এই জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্লুজরা। সমান ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়তে নেমে গিয়েছে আর্সেনাল।