খেলা
তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:০৩ অপরাহ্ন
সিলেটে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে ৩-০ তে সিরিজ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। দলের হয়ে ৪৩ বল খেলে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার সোবহানা মোস্তারি। জবাবে নির্ধারিত ওভারের এক বল হাতে রেখেই ৬ উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশ নারীরা। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লওরা ডিলানি। ২০২৪ সালে এটিই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এবছর দেশের মাটিতে একটি ২০ ওভারের ম্যাচেও জিততে পারেনি নিগাররা।