ভারত
রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যার পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের দাবিতে সোচ্চার নাগরিক সমাজ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৯ অপরাহ্ন
বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতন’ ও ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নির্ধারিত অনুষ্ঠান বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে মধ্যমগ্রাম নাগরিক সমাজ নামের একটি সংগঠন। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে পরিবেশ মেলার অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্যার সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে। মধ্যমগ্রাম পুরসভা আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে পাকা কথা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে মধ্যমগ্রাম নাগরিক সমাজ তীব্র আপত্তি জানিয়েছে শিল্পীর অনুষ্ঠানের ব্যাপারে। মধ্যমগ্রাম পুরসভার কাছে অনুষ্ঠান বাতিলের আর্জি জানানো হয়েছে। প্রায় আশি হাজার সদস্য বিশিষ্ট নাগরিক সমাজের পক্ষে রূপক দে সংবাদ সংস্থাকে বলেছেন, বাংলাদেশে যা হচ্ছে তার কোনও প্রতিবাদ করেন নি বাংলাদেশের কোনও শিল্পী। ভারতের পতাকার অবমাননার পরও কেউ কিছু বলেন নি। আমরা মনে করি আমাদের কাছে দেশের সম্মান অনেক বড়। তাই আমরা আয়োজকদের কাছে কোনো বাংলাদেশি শিল্পীকে নিয়ে অনুষ্ঠান না করানোর আর্জি জানিয়েছি। এদিকে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেছেন, আমরা এখনো শিল্পীদের তালিকা চূড়ান্ত করিনি। তবে তিনি বলেন, জাতীয়তার ভিত্তিতে শিল্পীদের বিভাজন করার পক্ষপাতি নই আমরা । এটা এই রাজ্যের ঐতিহ্যও নয়।
আগাগোড়া ভারতীয় তৈরি পণ্য- ভারত দ্বারা প্রত্যাখ্যাত ?? এ কেমন প্রতিদান ??
এটা কি ভারতের মিসাইল এর ভুল টার্গেট
কি যন্ত্রণা !! রেজওয়ানা তো তোমাদেরই প্রডাক্ট !! আসলে দালালদের কেউই আপন করে নেয় না।
পদ্মশ্রীর এই হাল? বন্যা,ঐটা ফেরত দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করতে পারেন না?
একূল ওকূল সবই গে----লো!
বন্যারা তাদের দাদা বাড়িতেই ভেসে বেড়াক!
বন্যা পতিত ফ্যাসিবাদী হাসিনার দোসর এবং কট্টর ভারতপ্রেমী একজন শিল্পী। আমরা বাংলাদেশিরাই বরং চাই সে ভারতে আর কোন অনুষ্ঠান না করুক। ইতোমধ্যে ভারতে আমাদের কূটনৈতিক মিশন আক্রান্ত হয়েছে। হয়েছে জাতীয় পতাকা পুড়িয়ে দেয়ার মত অবমাননার ঘটনা। এই বিষয়ে বন্যার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি!
ভারতীয়রা যদি এই ভারতীয় প্রোডাক্টকে বয়কট করে, তবে আমাদের সমস্যা কোথায় ?
Amra Bangladeshirao Batil chai.
ভারতে গত দশ বছর ফ্যাসিস্ট এবং উগ্রবাদী হিন্দুদের রাজত্ব চলছে । মোদি তাদের প্রধান পূরোহিত । তাঁর নেতৃত্বে ভারত অন্ধকার পথে এগুচ্ছে । সেখানে আবার নাগরিক সমাজ আছে ।