ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার রাতে আলিফের বাবা জামাল উদ্দিন এ মামলা দায়ের করেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, চন্দন দাস, আমান দাস, শুভ কান্তি দাস, রনব, বিকাশ, রমিত, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, লালা, সোহেল দাশ, শিব কুমার, গনেশ, রাজ কাপুর, পপি, দেব, অজয় প্রমুখ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, ‘মামলার আসামিদের বেশির ভাগ নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনির পরিচ্ছন্নতাকর্মী। হত্যাকাণ্ডের ভিডিও দেখে পুলিশ এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে।’ 

চন্দন দাসকে মামলায় এক নম্বর আসামি করা হয়েছে উল্লেখ কাজী মো. তারেক আজিজ বলেন, ‘হত্যাকাণ্ডের সময় চন্দন কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরেছিলেন। ভিডিওতে তাকে কোপাতে দেখা গেছে ও তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয়। তারা এ সময় বিক্ষোভ শুরু করে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আদালত ভবনের মূল ফটকের সামনে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

পাঠকের মতামত

বিচারের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হউক।

SM. Rafiqul Islam
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২:৫২ অপরাহ্ন

নতুন ঘটনায় পুরাতন ঘটনা কি চাপা পড়ে যাচ্ছে? আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলের ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে কি? এত সময় লাগে কেন? আবু সাঈদসহ সকল আহত এবং নিহতের ঘটনায় জড়িত সকলের ন্যায়বিচার নিশ্চিত করা হোক অবিলম্বে। এক‌ইসাথে আহত নিহতদের সঠিক তালিকা চূড়ান্ত করতে এত সময় লাগে কেন? তাঁদের সকলের জন্য সঠিক চিকিৎসাসহ প্রয়োজন ব্যবস্থা নেয়া হোক।

ইরফান
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:৪১ অপরাহ্ন

এই হত্যাকাণ্ডে চিন্ময় দাশ কি পরোক্ষভাবে দায়ী নয়? তদন্ত করা হোক।

ইরফান
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:৩৬ অপরাহ্ন

জড়িত মুখোশধারীদের পালানোর আগেই গ্রেফতার করে ন্যায়বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

কে বি
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:২৩ অপরাহ্ন

কিভাবে ইসকন সন্ত্রাসী আদালত চত্বরে একজন আইনজীবীকে হত্যা করে? তারা ফ্যাসিস্ট হাসিনা এবং সন্ত্রাসী গ্যাং কিলারদের মাধ্যমে বাংলাদেশের সকল মুসলমানকে হত্যা করতে চায়।

Nadim Ahammed
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:১২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status