বিশ্বজমিন
ইমরান, বুশরা ও পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক অভিযোগ এনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে দেশটির সরকার। সম্প্রতি ইমরানের ডাকে তার মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির নেতাকর্মীরা। এতে দলটির বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছে সরকার। দেশটির রাজধানীতে আদালতের নির্দেশ অমান্য করে বিক্ষোভ করার দায়ে পিটিআইয়ের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, বর্তমানা নানা অভিযোগে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। তার মুক্তির পরই নিজের মুক্তির জন্য চূড়ান্ত বিক্ষোভের ডাক দেন ইমরান। তার নির্দেশে ইসলামাবাদসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালন করে তার দলীয় নেতাকর্মীরা। তাদের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষের কথা জানা গিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। পরে এক পর্যায়ে ইসলামাবাদে সেনা মোতায়েন করলে আপাতত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় পিটিআইয়ের নেতারা। তবে পিটিআইকে চাপে রাখতে আরও নতুন মামলা দায়ের করেছে সরকার। আল জাজিরা বলছে, আইন ভঙ্গ করে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করায় ইমরান খান ও বুশরা বিবিসহ দলের অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। পিটিআইয়ের এবারের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিটিআইয়ের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর।