অনলাইন
৫ আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লাহর মৃত্যু
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।
ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন।
আবদুল্লাহর বাবা আব্দুল জব্বার জানান, ৫ আগস্ট তাঁতীবাজার এলাকায় গুলিবিদ্ধ হয় আবদুল্লাহ। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আবদুল্লাহর মরদেহ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
আবদুল্লাহর মরদেহ ময়নাতদেন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
ফুল গুলো অকালে ঝরে গেলো আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করুক
এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এরপরেও তাদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগের দালালেরা উপদেষ্টা পরিষদে স্থান পায় কি করে জাতির কাছে পরিষ্কার করতে হবে
এতো মৃত্যু অথচ আওয়ামীলীগকে সামান্য বিচলিত হতে দেখিনা। লুটপাট করে দেশটাকে ফোকলা করে নেতারা পালিয়ে বেড়াচ্ছে অথচ আওয়ামীলীগ ফুচকি দিয়ে রাজপথে নামার আস্ফালন দেখাচ্ছে ! কতোটা জঘন্য হলে এতো মানুষের লাশের উপর দাঁড়িয়ে এখনো দাম্ভিকতা দেখাচ্ছে এটা কি ভাবা যায়!
স্বাধীন বাংলা 2.0 সে দেখে যেতে পারলো না। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
আল্লাহ এই ভাই কে জান্নাত দান করুণ। আমিন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন
এতো গুলো তাজা প্রান ঝরে গেল শেখ হাসিনার কারনে। অথচ বিভিন্ন ইস্যুতে আওয়ামীলীগ এখনো রাজনীতি তে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে। আওয়ামিলীগ ও তার সহযোগী সংগঠন কে স্থায়ী ভাবে নিষিদ্ধ করা হোক। ছেলেটাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
রক্তের দামে, জীবনের দামে কেনা এই স্বাধীনতা ফাজলামো করার জন্য নয়।ভালো হয়ে যান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাআলা বাবাকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করুন। আমিন
আওয়ামী দালাল রা এখনো আওয়ামী রাজনীতি চায় ?