অনলাইন
যেভাবে পতনের মুখে জাতীয় পার্টি
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৭ অপরাহ্ন
প্রায়শই আলোচনায় আসে জাতীয় পার্টি। শক্তিমত্তা কিংবা ভোট ব্যাংক; কোথাও স্বস্তি নেই দলটির। দলীয় নেতাকর্মীদের কাছেও আস্থার জায়গা হারিয়েছে। বরাবরই ক্ষমতাসীনদের পাশে থাকাটাই যেন একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বৈধতা দিতেই ব্যস্ত ছিল দলটি। শীর্ষ নেতারা ভাবেননি তৃণমূলের কথা। আসন সংখ্যাটাই তাদের মুখ্য ইস্যু। আবার ভোট ব্যাংকের হিসেবে রংপুর গুরুত্বপূর্ণ হলেও ২০২৪ সালের নির্বাচনের পর সেখানে বিবর্জিত দলে পরিণত হয়েছে। এখন আওয়ামী লীগ ভর দিতে চাইছে জাতীয় পার্টির উপর। নেতাকর্মীরাই প্রশ্ন তুলছেন কেন রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো আর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা প্রতিহতের নামে আক্রমণ করলো কারা?
বিস্তারিত পড়ুন ‘জনতার চোখ’-এ
হালুয়া-রুটির রাজনীতির দিন শেষ জাতীয় পার্টির। আসলে এটা কোন রাজনৈতিক দল-ই না, এদের রাজনীতির কোন আদর্শ নেই। এই আদর্শহীন দলটিই সৈরাচারকে সমর্থন দিয়ে তাদের সময়কে দীর্ঘায়ীত করছে। বর্তমান পরিবর্তীত প্রেক্ষাপটে এদের রাজনীতি করার কোন অধিকার নেই। তারা আস্তাকুড়ে নিক্ষীপ্ত একটি দল।
যাত্রা পালার অভিনেতা অভিনেত্রীদের, হালুয়া রুটি লইয়া টানাটানি, গৃহপালিত কৃতদাসদের জটলা কে আপনি রাজনৈতিক দল বলবেন কোন বৈশিষ্ট্যের কারণে???
জাতীয় পাটির উচিত এখন ঝাল মুড়ির টিন নিয়ে রাস্তায় নেমে ঝাল মুড়ি বিক্রি করা। ইহো জনমেও আর বাংলার মাটিতে আপনাদের লাঙ্গলের চিন্তা করবে না। পাটি রাইখা এখন হাটে বাজারে ঘুরে পাটের বিজনেস করেন তাতে কিছু কামাই রোজকার হতে পারে।
Should be banned jatra pala party
জাতীয় পার্টি হল আওয়ামী ফেসিস্টদের বি টিম। জাতীয় বেঈমান, ইন্ডিয়ার তাবেদার স্বার্থান্বেসী তথাকথিত রাজনৈতিক দলটি এদেশের রাজনীতির কলংক। পতিত হাসিনার হালুয়া রুটির ভাগীদার, গনতন্ত্র ও মানবতা ধ্বংসে সাহায্যকারী এ দলের কুলাংগার নেতা গুলোর দৃষ্টান্ত মূলক বিচার করা হোক।
ম্যারুদন্ডহীন নেতা ও দল দেশ শাসনের উপযুক্ত হতে পারে না।
ফ্যাসিবাদের সহযোগী হিসেবে তাদেরকে আইনের আওতায় আনা গণদাবিতে পরিণত হয়েছে।
পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, তাদের টাউটারি ও বাটপারির সিরিয়াল তৈরী করলে, জাতীয় পার্টি এক নম্বরে থাকবে। জুলাই বিপ্লব ও গত ১৫ বছর যত লোককে অন্যায় ভাবে গুম ও খুন করা হয়েছে তার সবচেয়ে বড় দায়ভার জাতীয় পার্টির। তারাই হাসিনাকে গত ১৫ বছররের হাস্যকর নির্বাচন গুলোতে বৈধতা দিয়েছে। শাক চুন্নি রওশন কে গিলোটিনে মৃত্যুদন্ড দিতে হবে।
Mr,AA -100% RIGHT
দল হিসাবে তাদের থাকা জাতির জন্য অভিষাপ। এত দূর্বল নেতৃত্ব দিয়ে দল হলে তাকে তো সবাই ব্যবহার করবেই। যেমন আওয়ামী লীগ করেছে কারন তারা টাকার কাছে বিক্রি হয়ে দেশের সর্বনাশ করেছে।
জাতীয় বারো ভাতারী পার্টি।
Yes
যেই দলের নেতা অন্য দেশের অনুমতি ছাড়া কথা বলতে পারে না, সেই দলের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। অন্য দেশে গিয়েই রাজনীতি করুক। তাছাড়া মানুষের ভোটাধিকার হরণের সহযোগী হিসেবে তাঁদের আইনের আওতায় আনার দাবি জানাই।