ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১১ নভেম্বর ২০২৪, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫১ অপরাহ্ন

mzamin

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (১১ নভেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়াকে আপিলের অনুমতিও দেন আপিল বিভাগ। 

খালেদা জিয়ার আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্ব্বোচ আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ মার্চ খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলে তার ১০ বছরের সাজা বাতিলের আবেদন জানান।

এ মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। 

পরে দুদকের পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

এর আগে গত ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করার অনুমতি দেন হাইকোর্ট।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিন ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

পাঠকের মতামত

অন্যায় রায় প্রদানকারী বিচারকসহ বিচারের সহিত যুক্ত সকল কে বিচারের আওতায় আনা হউক।

no name
১১ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:৪৫ অপরাহ্ন

আলহামদুলিল্লাহ!! মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বিচারক।

AKM Mahfuzunnabi
১১ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:২৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status