ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ইসরায়েলকে জাতিসংঘ সদস্যপদ থেকে বাদ দিতে কাজ করছে মালয়েশিয়া

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(১ মাস আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ার একটি কোর গ্রুপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সম্পর্কিত জাতিসংঘের খসড়া প্রস্তাব নিয়ে কাজ করছে, যার মধ্যে ইসরায়েলকে জাতিসংঘ সদস্যপদ থেকে বাদ দিতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা সহ প্রধান প্রধান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, খসড়া প্রস্তাবটিতে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) মতামত চাওয়ার বিষয়ও রয়েছে, যা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে আন্তর্জাতিক ও জাতিসংঘ সংস্থাগুলোর উপস্থিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করবে।

৪ নভেম্বর, সোমবার দেশটির পার্লামেন্ট 'দেউয়ান রাকিয়াতে' দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি বৈঠকে উত্থাপন করে বলেছেন, খসড়া প্রস্তাবটি আলোচনার প্রক্রিয়ায় রয়েছে এবং আমরা আইনি লঙ্ঘনের ক্ষেত্রে ইসরায়েলকে জাতিসংঘের সদস্যপদ থেকে অপসারণ করা সম্ভব কিনা তা খতিয়ে দেখব।

ইসরায়েলি সরকারের ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর মানবিক সাহায্য কার্যক্রমে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আনোয়ার বলেন, মালয়েশিয়া উক্ত সংস্থার প্রতি পূর্ণ সমর্থন প্রস্তাব করবে যেন এটি ফিলিস্তিনিদের জন্য সহায়তা অব্যাহত রাখতে পারে।

উল্লেখ্য যে, ইউএনআরডব্লিউএ গাজা, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং আশপাশের দেশগুলোতে ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান করে আসছে। তবে গত ২৮ অক্টোবর, ইসরায়েলের পার্লামেন্ট নেসেট সংঘাতপীড়িত এলাকায় এ সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করার বিল পাস করেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার আরো জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হবে, যেখানে তিনি অংশ নিতে যাচ্ছেন।

মালয়েশিয়া এ বৈঠকটিকে আরব ও মুসলিম দেশগুলোর সমর্থন পেতে এবং ইসরায়েলি পার্লামেন্টের ২৮ অক্টোবরের সিদ্ধান্তের বাস্তবায়ন রোধে কাজ করতে চায়, কারণ এটি গাজার উত্তরের মানবিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে যেখানে দুর্ভিক্ষ চলছে এবং মৌলিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে।

শীর্ষ সম্মেলনে, আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের ওপর সংঘটিত সহিংসতা বন্ধ করার জন্য মালয়েশিয়ার সংসদ ও জনগণের ম্যান্ডেট উপস্থাপন করবেন এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে উপাসনালয়ের ধ্বংস, লেবানন ও ইরানে আক্রমণ এবং ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারসহ নেতাদের হত্যার বিষয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, এই সম্মেলনটি মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবেও কাজ করতে পারে। তাছাড়া, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক চাপ বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সের সদস্য হিসেবে মালয়েশিয়ার অংশগ্রহণে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য চাপ দেওয়া হবে।

তিনি আরো জানান, খসড়া প্রস্তাবের আলোচনা চলমান এবং এটি শীঘ্রই জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করা হবে। এছাড়া আক্ষেপের সুরে আনোয়ার বলেন, ফিলিস্তিনে সহিংসতা বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য মালয়েশিয়া বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে, যা অধিকাংশ দেশ নিতে ইচ্ছুক নয়।

উল্লেখ্য যে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে গত ১ নভেম্বর ২০২৪ পর্যন্ত, এক বছরেরও বেশি সময় ধরে মোট ৪৩,২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৬,৫০০ জন শিশু রয়েছে।

পাঠকের মতামত

ফিলিস্তিনিদের প্রতি দরদ আছে এমন নেতা আমরা পেলাম না একমাত্র ইরান ছাড়া। মালয়শিয়া বরাবরের মত ড. আনোয়ার ইব্রাহিম মুসলিম বিশ্বে একজন দরদী নেতা। আপসোস সৌদি আরব কে এমনটি দেখলাম না যে ফিলিস্তিনিদের জন‌্য কোন সাহায‌্য বা যুদ্ধ বন্ধের কোন প্রচেষ্টা চালাতে বরং তারা হ‌্যালোইন উৎসব করছে। একদিকে লক্ষাধিক ফিলিস্তিনি পৃথিবী ছেড়ে চলে গেল সভ‌্যা পৃথিবীর সকলের সামনে। আমরা কিছুই করতে পারলাম না। মানবতা আজ কাঁদছে ! জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালত ও নিরুপায়। মুসলমানদের জাত শত্রু ইহুদি দখলদার ইজরাইল তারা শিশু নারী হত‌্যার অবাধ লাইসেন্স পেয়েছে পাশ্চিমা শাসকগোষ্ঠী ও আমেরিকা-বৃটেন-জার্মান অপশক্তির কাছ থেকে। ধিক্কার জানাই।

সাদমান
৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৮:৪১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status