খেলা
যে কারণে কাউন্টিতে আবার খেলতে গেলে পরীক্ষা দিতে হবে সাকিবকে
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশীপে ভবিষ্যতে খেলতে গেলে বোলিং পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানকে। বাংলাদেশ দলের গত ভারত সফরের আগে কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। এই ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনফিল্ড আম্পায়াররা। এ কারণেই তাকে পরেরবার খেলার আগে এ বিষয়ে পরীক্ষা দিতে হবে। এবারই প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনো আম্পায়ার সন্দেহ প্রকাশ করলেন।
সারের হয়ে এবারই প্রথমবারের মতো খেলেন সাকিব। অভিষেকেই বল হাতে নেন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট। প্রথম ইনিংসে ৪ আর দ্বিতীয় ইনিংসে তার শিকার ৫ উইকেট। ওই ম্যাচ শেষে কন ফিল্ড আম্পায়ারের কেউ একজন ম্যাচ রেফারির কাছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ম্যাচ রিপোর্টে সেটা রেফারি উল্লেখ করেছেন। পরে তদন্ত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।
যাচাই-বাছাই শেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে সাকিবকে কাউন্টিতে খেলতে নামার আগে অবশ্যই দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। ইতোমধ্যে সাকিবকে এই বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে।
চোর বাটপার #১