খেলা
রিপন ও ইফতির সেঞ্চুরি আক্ষেপ ইমনের
স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবার৯৫ রানে দাঁড়িয়ে সিঙ্গেল নিতে যে দৌড়টা দিলেন পারভেজ হোসেন ইমন, সেখান থেকে আর ফিরতে পারলেন না। সঙ্গী সাজ্জাদুল হক রিপন ফিরিয়ে দেয়ার পর ইমন ফেরার আগেই ঢাকা বিভাগের রিপন মণ্ডলের থ্রোতে ভাঙে স্টাম্প। আর তাতে সেঞ্চুরি হাতছাড়া হয় ইমনের, এরপর মাঠেই রিপনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগের এই ওপেনার। তবে ইমন না পারলেও রিপন ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই দুই ব্যাটারের ব্যাটে চড়ে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম। বগুড়ায় সিলেটের বিপক্ষে ৩৫ রানের লিড নিয়েছে রংপুর আর সিলেটে খুলনার বিপক্ষে ১৫৪ রানে পিছিয়ে ঢাকা মেট্রো। আর রাজশাহীর বিপক্ষে ২০৫ রানে গুটিয়ে গেছে বরিশাল। সেঞ্চুরি করেছেন ইফতেখার আহমেদ। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ৩৭১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। ঢাকা বিভাগের হয়ে রিপন মন্ডল, এনামুল হক ও শুভাগত হোম ৩টি করে উইকেট নেন। ইমন করেন ৯৫ রান। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পাওয়া রিপনের ব্যাট থেকে আসে ১৩৫ রান। জবাবে বিনা উইকেটে ২২ রান নিয়ে দিন শেষ করে ঢাকা বিভাগ। এদিকে কক্সবাজারের আরেক মাঠ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল বিভাগ ৯ উইকেটে ২০৫ রান তুলেছে। যেখানে একাই ১১৬ রান করেন ইফতেখার হোসেন ইফতি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন মইনুল ইসলাম। আর ৩০ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে। এরপর গতকাল আর ব্যাটিংয়ে নামেনি রাজশাহী বিভাগ।
একই দিনে বগুড়ায় সিলেট বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচে গতকাল একদিনেই ১৫ উইকেট পড়েছে। রংপুরের প্রথম ইনিংসের ১৫৮ রানের জবাবে ১৮৯ রান করে। ৩১ রানের লিড পেলেও প্রথম দুই সেশনেই অলআউট তারা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ব্যর্থতা বজায় ছিল রংপুরের। ৫ উইকেটে ৬৫ রান তুলে দিন শেষ করে তারা। হাতে ৫ উইকেট রেখে ৩৪ রানের লিড পেয়েছে রংপুর। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ফলোঅনে পড়ে ঢাকা মেট্রো। খুলনার ৩৭৬ রানের জবাবে তারা গুটিয়ে যায় ২১০ রানে। স্পিনার শেখ মাহেদী হাসান নেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার পেসার আব্দুল হালিমের। ঢাকা মেট্রোর হয়ে নাঈম শেখ সর্বোচ্চ ৫৪ রান করেছেন।