ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ভারত নিউজিল্যান্ড ঐতিহাসিক সিরিজের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবার
mzamin

দেশের মাটিতে ভারত টেস্ট ম্যাচ হারলেই সেটা অনেক আলোচনার জন্ম দেয়। সেই ভারতকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েই ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। যারা আবার এই সিরিজের আগে শ্রীলঙ্কায় ধবলধোলাই হয়েছে, চোটের কারণে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। দেশের মাটিতে ভারত প্রথমবার ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত প্রথমবার ৩ ম্যাচের সিরিজের সব ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ঘটনাবহুল এই সিরিজে হয়েছে নানা রেকর্ড-
# এ নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ হেরেছে ভারত। এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের সিরিজে দুটিই হেরেছিল তারা। আর ১৯৮০ সালে ১ ম্যাচের সিরিজেও হারে ভারত। তবে ১৯৫৮ থেকে ১৯৮০ সালের মধ্যে ৩ এর বেশি ম্যাচের সিরিজে ৩টি ম্যাচ হারের স্বাদ পেয়েছে তারা ৫ বার। 
# ২০০ বা তার বেশি রান তাড়ায় এবারই প্রথম কোনো টেস্ট হারলো ভারত। এর আগে টানা ৩১ ম্যাচ এই সংখ্যক রান তাড়ায় জয়ের স্বাদ পায় তারা। আর ১৯৮৭ সালে শেষবার ২২১ রান তাড়ায় পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ভারত। 
# একই সঙ্গে এটা যৌথভাবে সর্বনিম্ন রান, যেটা তাড়া করতে গিয়ে হেরেছে ভারত। এর আগে ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রান তাড়ায় ৮১ রানে গুটিয়ে যায় তারা। 
# চলতি বছর ঘরের মাঠে ৪টি টেস্ট হেরেছে ভারত। এর আগে ১৯৬৯ সালে ঘরের মাঠে এই সংখ্যক ম্যাচ হেরেছিল তারা। 
# ঘরের মাঠে এ নিয়ে ৫টি টেস্ট হারলেন অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট হারের তালিকায় তিনি এখন ২ নম্বরে। সর্বোচ্চ ৯ হার নিয়ে শীর্ষে মনসুর আলি খান পাতৌদি। 
# দুই ইনিংস মিলিয়ে ওয়াঙ্কেড়েতে নিউইজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল নিয়েছেন ১১ উইকেট। এই মাঠে দুই টেস্ট খেলে তার শিকার ২৫ উইকেট। ভারতের বিপক্ষে ভারতের যে কোনো স্টেডিয়ামে এটাই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের ইয়ান বোথামের। এই মাঠেই ২২ উইকেট নিয়েছিলেন তিনি। 
# দেশের বাইরে কোনো টেস্ট সিরিজের দুই ম্যাচে ১০ উইকেট করে নেওয়া অষ্টম বোলার এজাজ প্যাটেল। এর আগে সপ্তম বোলার ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার প্রয়াত শেন ওয়ার্ন। 
# মুম্বাই টেস্টে ৭.১ ওভারে ৫ উইকেট হারায় ভারত। ১৯৯৮ সালের পর এটাই সবচেয়ে কম ওভারের মধ্যে দলটির ৫ উইকেট হারানোর ঘটনা। এর আগে ১৯৯৯ সালে মোহালি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষেই ৮.২ ওভারে ৫ উইকেট হারিয়েছিল ভারত। 
# ঘরের মাঠে শেষ ১০ টেস্টে রোহিত শর্মার ব্যাটিং গড় ১৩.৩। ঘরের মাঠে হোম সিজনে এটা কোনো অধিনায়কের দ্বিতীয় সর্বনিম্ন ব্যাটিং গড়। এই তালিকায় শীর্ষে নাসের হুসেইন। ২০০০ সালে ইংল্যান্ডের এই সাবেক অধিনায়কের গড় ছিল ১০.২২। 
# দ্বিতীয় ভারতীয় হিসেবে এই টেস্টের দুই ইনিংসেই বলের আগে রানের সংখ্যা ফিফটি পূর্ণ করেছেন ঋষভ পন্ত। এর আগে কানপুরে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েন যশস্বী জয়সোয়াল। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status