ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বোর্নমাউথের কাছে ম্যানসিটির হারের পর যা বললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবার
mzamin

চোটে জর্জর ম্যানচেস্টার সিটি সর্বশেষ ম্যাচে হার দেখলো বোর্নমাউথের কাছে। তবে দলের পরাজয়ের পেছনে চোট, আঘাতকে দায় দিলেন না কোচ পেপ গার্দিওলা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে বোর্নমাউথের মাঠে ২-১ গোরে পরাজিত হয় ম্যান সিটি।
কেভিন ডি ব্রুইনা ছাড়াও চোটের কারণে মাঠের বাইরে জ্যাক গ্রিলিশ, রদ্রি ও অস্কার বব। এই ম্যাচের আগে গার্দিওলা জানান, রুবেন দিয়াস ও জন জোন্সও একটু লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। চোট-সমস্যা নিয়ে সিটি বেশ বাজে অবস্থায় আছে, আগেই বলেছিলেন কোচ।
ম্যাচের পর চোটের প্রসঙ্গ এলো অবধারিতভাবেই। ছিটকে পড়াদের ছাড়াও ছোটখাটো চোট আছে আরও অনেকের, যাদের কয়েকজন এই ম্যাচেও খেলেছেন। তবে এসবকে কারণ দেখাতে নারাজ ম্যানচেস্টার সিটি কোচ। গার্দিওলা বলেন, ‘জানি না কী হতে পারতো (সবাই ফিট থাকলে)। এতগুলো ফুটবলার চোটে না পড়লে জিততাম, এটা বলতে পারলে ভালোই লাগবে আমার। তবে সত্যি বলতে, কেউ জানে না কী হতে পারতো। এই ছেলেরা নিজেদের সবটুকু দিয়েই খেলেছে, কিন্তু এই মুহূর্তে ওই দলের সামনে তা যথেষ্ট হয়নি।’ সিটির জন্য কিছুটা স্বস্তির, চোট কাটিয়ে এ দিন মাঠে ফেরেন কাইল ওয়াকার। তবে তিনি খুব আদর্শ অবস্থায় ফেরেননি। বাধ্য হয়ে এই ডিফেন্ডারকে নামাতে হয়েছে। গার্দিওলা বলেন, ‘১৬ দিনের মধ্যে একটি ট্রেনিং সেশনেও আমাদের সঙ্গে ছিল না কাইল (ওয়াকার)। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে আজকে মাঠে নেমেছে সে। এই হার স্রেফ এসবের (চোট) ব্যাপার নয়। ওরা (বোর্নমাউথ) ভালো খেলেছে, প্রথমার্ধে ওদেরকে সামলানো ছিল কঠিন। দ্বিতীয়ার্ধে আমর বেশ ভালো ছিলাম।’
সবাই ফিট থাকলে ছোটখাটো চোট আক্রান্তদের কয়েকজনকে বিশ্রাম দিতে পারতো সিটি, বলছেন কাইল ওয়াকার। তবে কোচের মতো তিনিও চোটকে দায় দিচ্ছেন না।
সিটির ইংলিশ ডিফেন্ডার বলেন, ‘সম্ভবত এটাই আদর্শ হতো (কয়েকজনকে বিশ্রাম দিতে পারলে), তবে আমরা তো সেই অবস্থায় নেই এখন। এসবকে অজুহাত হিসেবেও দেখতে চাই না। বোর্নমাউথকে পূর্ণ কৃতিত্ব দিতেই হবে।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status