খেলা
তিন ক্রিকেটারের ‘স্ট্যাটাস’
ফের অভ্যন্তরীণ কোন্দলের বার্তা!
স্পোর্টস রিপোর্টার
৩ নভেম্বর ২০২৪, রবিবারআফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার পরপরই জাতীয় দলের তিন ক্রিকেটার নিজেদের ফেসবুক পেজে দেন রহস্যময় ‘স্ট্যাটাস’! তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও শেখ মেহেদী ফেসবুকে ইমোজির মাধ্যমে কিছু একটা প্রকাশ করতে চেয়েছেন। তা আসলে কী, কিছু লেখা না থাকায় তৈরি হয় রহস্য ও প্রশ্নের! তাদের এমন স্ট্যাটাস যে ক্রিকেট ও জাতীয় দল নিয়ে তা ধারণা করতে ভক্তদের দেরি হয়নি। তাদের স্ট্যাটাসের নিচে এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাদের পক্ষে কথা বললেও বেশির ভাগ করে নেতিবাচক সমালোচনা। জানা গেছে এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংশ্লিষ্ট ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। বিসিবি’র একটি সূত্রে জানা গেছে প্রধান নির্বাচক দু’জনের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন। ধারণা করা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে দলে না রাখাতেই ক্রিকেটারদের এমন স্ট্যাটাস। আবার কারো কারো মন্তব্য শান্তকে অধিনায়ক হিসেবে বহাল রাখাতেও এমনটা দিয়েছেন এই তিন ক্রিকেটার। তাহলে কি ফের জাতীয় দলে অভ্যন্তরিণ কোন্দলের বার্তা দিচ্ছে তাদের এই ‘স্ট্যাটাস!’ এ নিয়ে জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক মানবজমিনকে বলেন, ‘কেউ সরাসরি কিছু লিখেনি। তাই এ নিয়ে আমিও সরাসরি কিছু বলতে পারবো না। তবে যদি তারা এটি জাতীয় দলকে উদ্দেশ্য করে লিখে থাকেন সেটি ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের নির্বাচকদের দরজা তাদের জন্য খোলা। বিশেষ করে আমি ওদের সঙ্গেই খেলেছি। যদি তারা এমন কিছু মনে করে থাকে তাহলে সরাসরি আমাকে বলতে পারে। এটা আমাদের ষ্পষ্ট বার্তা যদি দল নির্বাচন নিয়ে কারো কোনো কথা থাকে সৎসাহস থাকলে তারা যেন সেটি নিয়ে সরাসরি আলোচনা করে।’ তাইজুল ইসলামকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত বেশ আলোচিত হয়েছে। বিশেষত, সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে অনেকেই মনে করছেন যে, তার ওপর আরও কিছুটা আস্থা রাখা উচিত ছিল। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে তাইজুল খরুচে ছিলেন, তবে আফগানিস্তানের বিপক্ষে তার শেষ ম্যাচে তিনি ৯ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন, যা তাকে দলের জন্য কার্যকর প্রমাণ করে। তার এই পারফরম্যান্স এবং টেস্টে সাম্প্রতিক ফর্ম দেখিয়ে দিচ্ছে যে, তিনি এখনও ফর্মে আছেন। তবে প্রশ্ন হচ্ছে তাইজুল টেস্টে যতটা কার্যকর ওয়ানডেতে ততোটা কি! সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ ম্যাচে তার শিকার ২০৯ উইকেট সেখানে ২০ ওয়ানডে ম্যাচে পেয়েছেন ৩১ উইকেট ৪.৬০ ইকোনমিতে। আবার ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৯ ম্যাচে ৪.৬৭ ইকোনমিতে ১৭৮ উইকেট। তার এই পারফরম্যান্স বিবেচনাতেই ওয়ানডে ফরম্যাটে তাকে রাখা হয়নি বলেই জানা গেছে। তবে তিনি যাবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে সেখানে খেলবেন দুই ম্যাচের টেস্ট সিরিজে।
বিজয় এবং শেখ মেহেদীর ফেসবুক পোস্টও ভাইরাল হয়েছে, যেখানে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন এবং দলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন। তাদের রহস্যসময় স্ট্যাটাস নিয়ে হচ্ছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। এর আগেও শেখ মেহেদী সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করেছিলেন।
দলের খেলোয়াররা খেলার চেয়ে গ্রুপিং ও টাকাটা বেশী চেনে, ব্যর্থতার জন্য কোন লজ্জাবোধ নেই ।
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় কি স্টাটাস দিল না দিল ক্রীড়া মোদি মহলের ঐ দিকে কোনো মনোযোগ নাই কারণ জাতীয় দলে যেই খেলুক না কেন তাদের ধারা বাহিক ব্যর্থতায় দেশের মানুষ লজ্জিত বোধ করলেও তাদের মধ্যে সেই রকম কোনো লাজলজ্জা বলতে কিছুই নেই। কেননা দলের ফলাফল যাহোক না কেন মাসে মাসে তাদের বেতন ভাতা ঠিকই ১৬ আনা বুঝে নিবে।