ভারত
রাজনৈতিক সমাধান করুন, সব বিরোধ আদালতে আনবেন না, মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন প্রধান বিচারপতির
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৩০ এপ্রিল ২০২২, শনিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

গণতন্ত্রের তিনটি প্রধান স্তম্ভ- প্রশাসন, আইনসভা আর বিচারসভা। ইদানিং ফ্যাশন হয়ে গেছে যে কোনও রাজনৈতিক বিষয়েই বিচারসভা বা জুডিশিয়ারির কাছে চলে আসা। প্রধান বিচারপতি এন ভি রামানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দেশের মুখ্যমন্ত্রীদের কাছে এই আবেদন জানিয়েছেন। প্রায় সাড়ে তিন লক্ষ বিচারাধীন বন্দি বিভিন্ন জেলে আটকে আছে। এদের মামলা দ্রুত নিস্পতি করার কথা প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করা মাত্র প্রধান বিচারপতি মামলার চাপ নিয়ে উল্লেখ করে এই রাজনৈতিক মামলাগুলির কথা বলেন। চাপের ওপর চাপ বৃদ্ধি করে এই মামলা গুলি। তাই, প্রধান বিচারপতির পরামর্শ, রাজনৈতিক বিরোধ রাজনৈতিক ভাবেই মিটিয়ে ফেলার জন্যে। এই মামলা কোর্টে এলে কোর্ট ভারাক্রান্ত হয়। এদিন জনস্বার্থ মামলা নিয়েও আলোচনা ওঠে। ইদানিং কথায় কথায় জনস্বার্থের মামলা ঠুকে দেয়া হচ্ছে। যে কোনো ইস্যুুতেই জনস্বার্থ মামলা। এতেও কোর্টের কাজ ক্ষতিগ্রস্ত হয় বলে প্রধান বিচারপতির ধারণা। প্রধানমন্ত্রী মোদি বলেন, তাঁরা দায়িত্ব নিয়ে আইনের চোদ্দশ পঞ্চাশটি ধারা সংশোধন করেছেন। কিন্তু, রাজ্যগুলি মাত্র পঁচাওরটি ধারা সংশোধন করেছে। প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সভায় আগ্রাসী ভূমিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই অভিমত জানান, সরকারি সিদ্ধান্ত পছন্দ না হলেই বিরোধীরা কোর্টে ছোটেন। এটা বন্ধ হওয়া উচিত।