অনলাইন
বঙ্গবন্ধু-শেখ হাসিনা বাদ দিয়ে মেডিকেল কলেজের নাম বদল
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
ব্যক্তির নাম বাদ দিয়ে জেলার নামে দেশের ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নাম দেওয়া হয়েছে।
এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম জেলার নাম অনুসারে বদলে দেয়া হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়।
বর্তমান সরকার কে ধন্যবাদ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
Good decision.
Good enough
Right Decision
কেউ ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি দান করলে (অর্থ বা ভূমি) , শুধু ঐ ব্যক্তির নামে নামকরণ হবে। রাজনৈতিক দলের মনে রাখা উচিত দলের প্রতিষ্ঠাতা জাতীয় নেতা নন। তাই ক্ষমতায় গিয়ে সরকারি টাকায় নির্মিত প্রতিষ্ঠান দলের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করবেন না। পরে জনগণ তাকে অপমান করবে। নামকরণ এর বাতিক বা ভুত যেন ঘাড়ে ভর না করে ।
হাসিনার শাসনামলে যত নামকরণ হয়েছে সব ক্রমশ প্রবর্তন হওয়া উচিৎ। কারন তিনি আওয়ামীলীগের লোক ছাড়া দেশ গড়ার কাজে আর কারো অবদান স্বীকার করেন না।
শেখ হাসিনা বার্ন ইউনিট বহাল রেখে বাকি সব সংস্কার করা হোক কারন বার্ন ইউনিট এর হাসিনার মিল আছে
বাংলাদেশের আনাচে কানাচে শেখ মুজিব শেখ হাসিনা নামে যতো প্রতিষ্ঠান সব মুছেফেলা হোক শুধু শেখ হাসিনা ব্রান ইউনিট টা তার নামেনামের সাথে শেখ হাাসিনার মিল আছেইনামের সাথে শেখ হাাসিনার মিল আছে যেনো থাকে। ঐ
বাস্তবানুগ সুন্দর সিদ্ধান্ত। ✔️
বরিশালের বাকেরগঞ্জে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে সে ক্যান্টনমেন্টের নাম দেয়া হয়েছে হাসিনা ক্যান্টনমেন্ট। অনতিবিলম্বে ওই ক্যান্টনমেন্টের নাম পরিবর্তন করে এলাকার নামে করা হোক।
সঠিক সিদ্ধান্ত,
Not only Sk. Mujib & others but personal name should be removed from all governmental institutions.
Agreed
মেরিটাইম ইউনিভার্সিটি এর নাম থেকেও শেখ মুজিব বাদ দেয়া হোক।
সঠিক সিদ্ধান্ত। অভিনন্দন।
শুধু শেখ হাসিনা বার্ন ইউনিট নামটা জারি রাখেন। কেননা এই নামটা তার চরিত্রের সাথে যায়। দেশের মানুষদেরকে উত্তপ্ত চুল্লির মধ্যে রেখেছিল সে।
দেশের সরকার যদি স্বৈরাচার হয় এবং সে যদি কোন ব্যক্তির নামে একাধিক প্রতিষ্ঠান এবং একাধিক মূর্তি তৈয়ার করে জনগণকে ব্যথিত করে সেটা সরকার পতনের পরপরই সেগুলো মুছে এবং মূর্তিগুলো ভেঙে তার উপর প্রস্রাব পর্যন্ত করতে জনগন দ্বিধাবোধ করে না। তাই সরকারের উচিত শুধু একজন ব্যক্তির নামেই একটি প্রতিষ্ঠান এবং প্রয়োজনবোধে একটি মূর্তিও করার অনুমতি রেখে আইন পাশ করা । এতে করে দেশের কোটি কোটি টাকার সাশ্রয় সহ মনুমেন্টস ও রক্ষা করা যেতে পারে।
যথার্থ সিদ্ধান্ত। এসব দেশের সম্পত্তি কোনো ব্যক্তির নাম হতে পারেনা।
Very good Decission
আগামীর জনতা-সৈনিকদের মুখে এরকম কলংকিত নেতা নেত্রীর নামটা যেন নিতে না হয়।
অতিরিক্ত নাম বা মূর্তি থাকলে তার উপর সরকার পরিবর্তনের সাথে সাথে জনগন মূর্তি ভেঙে তার উপর প্রস্রাব করবে !!!? তার চেয়ে এক নাম শুধু একটি ই প্রতিষ্ঠান হবে। তাতে করে দেশের কোটি কোটি মনুমেন্টস রক্ষা সহ কোটি টাক র সাশ্রয় ও হবে।
দানব সম্রাজ্ঞী শেখ হাসিনা ভেবেছিল তার মত শক্তিশালী ক্ষমতাধর প্রভাবশালী কেউ আর বাংলাদেশের মাটিতে জম্মাবে না সে চির অমর চির অক্ষয় হয়ে থাকবে। সে যেন চিরশ্বর স্রষ্টা। তার সেই দুর্দমনীয় অহংকার ৫আগষ্ট ২৪ আরশে আজীম থেকে প্রত্যাখান করা হয়েছে কিশোর কিশোরি আর আপামর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। দেশের প্রতি ইঞ্চি মাটির যেন কর্তা সেজেঁ বসেছিল বিশ্ব বেহায়া শেখ হাসিনা। তাই সর্বত্র কি ব্যবসা প্রতিষ্ঠান কি শিল্প প্রতিষ্ঠান কি শিক্ষা প্রতিষ্ঠান কি চিকিৎসা প্রতিষ্ঠান কি স্টেশন কি বন্দর কি পার্ক কি বিনোদন কি সড়ক কি রাস্তা কি সেতু ব্রীজ কি ক্লাব কি সভা সেমিনার মিলনায়তন কি যান বাহন কি ডিজলাইটেশন শুধু নামকরণে পিছিয়ে ছিল আইন আদালত কোর্ট কাচাঁরী আর বিচারাঙ্গন গুলি শুধু কিন্ত কার্যতৎপরতায় ছিল শেখ হাসিনারই নির্দেশ এবং আদেশ।
শাহবাগের বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ করা হোক।
জনগনের পালস বুঝার জন্য সরকারকে ধন্যবাদ !
আরো আগেই করা্ উচিত ছিলো । কিন্তু জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া ঐটার কি খবর? ঐটা কি পরিবর্তন হবে না ???????????
দলীয় করণ করতে করতে এমন পর্যায় পৌছেছে, সৈরাচার শেখ হাসিনা আরওর কয়েক বছর ক্ষমতায় থাকলে টয়লেট ও তাঁর পরিবারের নামে নামকরন হতো!
শাহবাগের IPGMR হাসপাতালে নামও পুনর্বহাল করা হোক।
চুরি বাটপারি দুর্নীতিবাজ দের নামে কেন হসপিটাল থাকবে?
right dicition
সঠিক সিদ্ধান্ত। সরকারি টাকা লুটপাট করবে আবার তাদের নাম জুরে দেবে তা নিতান্তই গরহিত কাজ। এইগুলি বানানোর সময় ও বরাদ্দ করা টাকা থেকে এরা লুটপাট করেছিল। তাতে সন্দেহ নাই। জনগণের করের টাকা বা বিদেশ থেকে অনুদান বা ঋণের টাকা সব কিছুর মালিক জনগণ।
এই দেশ কারোর বাপের টাকায় কেনা না যে তার ক্ষমতার অপব্যবহার করে নাম রাখবে। ভালো সিদ্ধান্ত আজীবনের।তবে আর কোন স্বৈরাচার সরকার এসে তার বাবা মায়ের নাম অনুসারে সরকারি প্রতিষ্ঠানের নাম রাখতে না পারে এমন আইন তৈরি করা।
Very Good Decision. জনগণের টাকায় হসপিটাল করবে আর নাম দিবে নিজেদের। কেন? তাদের বাবার টাকায় তো করে নাই। জনগণের টাকা নিয়ে ও নয় ছয় করেছে, চুরি করেছে। আবার নাম ও থাকবে। চোর, খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী, ভোট চোরদের নামের কোন প্রতিষ্ঠান বা স্মৃতি থাকতে দেওয়া উচিৎ নয়।
Very good task.
অবিলম্বে পিজি ও স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হোক
সঠিক সিদ্ধান্ত
একজন রাজনৈতিক / সামাজিক ভাবে ত্যাগী মানুষের নামে কেবল একটি মাত্র প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণ করা উচিৎ।
সঠিক সিদ্বান্ত। স্বাগত জানাই।
সঠিক সিদ্ধান্ত
সঠিক সিদ্ধান্ত। সরকারি টাকা লুটপাট করবে আবার তাদের নাম জুরে দেবে তা নিতান্তই গরহিত কাজ। এইগুলি বানানোর সময় ও বরাদ্দ করা টাকা থেকে এরা লুটপাট করেছিল। তাতে সন্দেহ নাই। জনগণের করের টাকা বা বিদেশ থেকে অনুদান বা ঋণের টাকা সব কিছুর মালিক জনগণ। এই নামকরণ বাতিক ই অপমানিত হওয়ার পথ ।
শাহবাগস্থ IPGMR (পিজি হাসপাতাল)এর নামটিও পূনর্বহাল করা হউক।