ভারত
'ডিজিটাল অ্যারেস্ট' নিয়ে উদ্বিগ্ন ভারতের মোদি সরকার
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ৫:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০০ পূর্বাহ্ন
‘ডিজিটাল অ্যারেস্ট’ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। দেশবাসীকে সাবধান করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারও এ বিষয়ে সতর্ক করেছে। প্রশ্ন হলো, কী এই ডিজিটাল অ্যারেস্ট? এর মাধ্যমে কীভাবে চলে প্রতারণা? 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যারা এই ওপরাধ করছে, তারা 'সমাজের শত্রু'।
তিনি সাফ জানান, আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ বলে কিছু নেই। এই ধরনের সাইবার ক্রাইম রুখতে ন্যাশনাল সাইবার কোঅর্ডিনেশন সেন্টার তৈরি হয়েছে। তিনি বলছেন,'সতর্ক হোন ডিজিটাল অ্যারেস্ট নিয়ে… কোনও তদন্তকারী সংস্থা কোনও দিনের জন্য আপনাকে ফোন বা ভিডিও কল করে জেরা করবে না। ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে প্রতারকরা নিজেদের পুলিশ, সিবিআই, নারকোটিক্সের কেউ বলে পরিচয় দিচ্ছে। এরকম সব লেভেলে তারা নিজেদের ওপর সেঁটে নেয়। খুব আত্মবিশ্বাস নিয়ে তারা ভুয়া অফিসার সাজে। কখনও ইডি, সিবিআই বা শুল্ক দফতরের কর্মকর্তার পরিচয় দিয়েও ফোন করে। ভুয়া পরিচয়ের ফাঁদে এক বার পা দিলেই মিথ্যা মামলার ভয় দেখাতে শুরু করে প্রতারকেরা। এই ভাবে ভুল বুঝিয়ে ‘ডিজিটাল গ্রেফতার’ করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে।
এই প্রক্রিয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে ভিডিও কল করে প্রতারকেরা। ফোনের অপর প্রান্ত বলা হয়, “আপনাকে ডিজিটাল গ্রেফতার করা হয়েছে।” নজরদারি চালানোর জন্য ফোনে ভিডিও কলে থাকতে বলা হয়। যাকে ফাঁদে ফেলা হচ্ছে, তার মনে যাতে কোনও সংশয় তৈরি না হয় সেই ব্যবস্থাও আগে থেকেই তৈরি রাখে প্রতারকেরা। পুলিশের মতোই উর্দি পরে ভিডিও কলে বসে প্রতারকেরা। যাতে কারও মনে কোনও সন্দেহ না হয়। কখনও কখনও তো নেপথ্যে পুলিশের সাইরেনের শব্দও বাজিয়ে দেওয়া হয়। এর পর সেই মামলা থেকে ছেড়ে দেওয়ার আশা দেখায় প্রতারকেরা। কিন্তু তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। লাখের কম তো নয়ই।
মোদি বলেন, 'এ ধরনের ক্ষেত্রে আতঙ্কিত হবেন না। শান্ত থাকুন। তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবেন না। আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। যদি সম্ভব হয়, স্ক্রিনশট নিন এবং রেকর্ডিং করুন।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'কোনো সরকারী সংস্থা ফোনে এমন হুমকি দেয় না, তদন্ত করে না বা ভিডিও কলের মাধ্যমে এমন অর্থ দাবি করে না।'মোদি মনে করিয়ে দেন এমন ধরনের কল পেলে 1930 এই হেল্পলাইন নম্বরে ফোন করা উচিত।
সূত্র : হিন্দুস্থান টাইমস
I accede to Mr. Modi