খেলা
অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, শান্ত বিসিবিকে জানিয়েছে আসন্ন টেস্টের পর থেকে জাতীয় দলের অধিনায়কত্ব করতে আগ্রহী নয়। এই মুহূর্তে বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষায় আছেন শান্ত।
ক্রিকবাজ আরও জানায়, একজন বিসিবি পরিচালক শান্তকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি।
শান্ত অবশ্য চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
আমি মনে করি তাকে দলে না রাখাই ভালো
বাদ দেয়ার আগেই, নিজেকে সরিয়ে নিছে। এমন ফ্যাসিস্ট সমর্থকদের জাতীয় দলে না রাখাই ভাল।
যাক অবশেষে বোধদয় হয়েছে। ছাগল দিয়ে যদি হাল চাষ করা হয় তাহলে জমি লাঙ্গল দুটোরই ক্ষতি হবে। দেরি করে হলেও ক্রিকেট দল রাহু মুক্ত হবে।
এধরনের লর্ড ক্লাস মার্কা প্লেয়ার দলেই রাখা উচিৎ না।মাথা মোট্টা বিসিবি যে কি দেখে ওরে ক্যাপ্টেন্সি দেয় আমার বুঝে আসেনা।
অধিনায়ক হিসাবে মিরাজই পারফেক্ট
এর থেকে চা বিক্রির দোকান দাও বাবা. ক্রিকেট তোমার জন্য না আব্বা
সময়োপযোগী সিদ্ধান্ত। যার খেলোয়াড় হিসেবে যায়গা পাওয়ার কথা না, সে অধিনায়কত্ব করা তো আরও অনেক দূরের বিষয় হয়।
দলে থাকারই যোগ্য নয় সে আবার অধিনায়ক !!! জুতার বারি খাওয়ার আগে ছাড়তে চেয়ে ভালোই করেছে ।
নাজমুল হোসেন শান্তকে ৩ ফরম্যাট থেকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া উচিত। খেলোয়াড় হিসেবে শুধু তাকে টেস্ট দলে রাখা যেতে পারে। টি-টোয়েন্টি দলে নূরুল ইসলাম সোহানকে অধিনায়ক করা যেতে পারে। মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করা যেতে পারে। আর টেস্ট দলের জন্য ভালে কাউকে চিন্তা করা যেতে পারে। না পেলে লিটন অথবা সেহান নির্বাচন করা যেতে পারে। ইমরুল কায়েস ও তামিম ইকবালকে টেস্ট দলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলানো দলে রাখা যেতে পারে।
বাংলাদেশের ক্রিকেট যে লেভেলে নেমেছে, এই প্লেয়ারগুলোর এ্যাটিচ্যুড, কথাবার্তায় বোঝা যায় ।
আলহামদুলিল্লাহ। নতুনদের সুযোগ দিয়ে একে দল থেকে বাদ দিন।
কোন যোগ্যতায় শান্ত জাতীয় দলে জায়গা পায় আমার বুঝে আসেনা, ক্যাপ্টেনসি তো অনেক দূরের কথা.
অলরাউন্ডার মিরাজকে সুযোগ দিয়ে শুধু অধিনায়কত্ব না দল থেকেই বাদ দেয়া উচিৎ ।