খেলা
জাতীয় দল থেকে বাদ পড়লেন বাবর আজম
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ৬:১১ অপরাহ্ন
পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়লেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। নতুন নির্বাচক প্যানেলই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। বাজে পারফরম্যান্সের জন্য স্কোয়াডে জায়গা হারিয়েছেন নাসিম শাহ ও শাহিন আফ্রিদিও। মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ শতাধিক রান করেও বিস্ময়করভাবে ইনিংস ও ৪৭ রানে হারে পাকিস্তান।
মুলতানে প্রথম টেস্ট হেরে যাওয়ার পর অনেকেই শান মাসুদের নেতৃত্ব আর বাবরের ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন। বিশেষ করে সাবেক ব্যাটসম্যান বাসিত আলী বাবরকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ বাবরকে আরও সময় দেওয়ার পক্ষে কথা বলেন। কোচ জেসন গিলেস্পির দর্শনও বলে, খেলোয়াড়দের সময় দিতে হবে। কিন্তু ২০২২ সালের ডিসেম্বর থেকে টেস্টে ফিফটির দেখা না পাওয়া বাবরকে কিছুদিন দলের বাইরে রাখলে তাঁরই ভালো হবে বলে মনে করে নির্বাচক কমিটি। এই নির্বাচক কমিটিতে আলীম দার, আকিব ও আজহার ছাড়াও আছেন আগের দুই সদস্য আসাদ শফিক আর হাসান চিমা। ক্রিকইনফো ধারণা করছে, লাহোর ও মুলতানে দুবার নির্বাচক কমিটির যে আলোচনা হয়েছে, সেখানে ছিলেন না অধিনায়ক শান মাসুদ ও কোচ গিলেস্পি। তবে শনিবারের আলোচনার পর নির্বাচকেরা কোচ ও অধিনায়কের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। সেখানেই বাবর আজমকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ, সৌদ শাকিল, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আগা, উসামা মিরা, জাহিদ।