অনলাইন
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫০ অপরাহ্ন

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে মধ্য আমেরিকার এই দেশটি। খবর আল জাজিরার।
এর আগে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে দেশটির কংগ্রেস।
প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন।
ঘোষণাটি মূলত একটি প্রতীকী। কারণ নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ইসরাইলের কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় অস্তিত্বহীন।
পাঠকের মতামত
ওরা বুঝল মনুষ্যত্ব মানবাধিকার কিন্ত আফসোস মুসলিম দেশ ও জাতি এখনও বিভোর ঘুমের ঘরে।
অন্যায়ের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য ধন্যবাদ।
প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও ফার্স্ট লেডী মুরিলোকে উশ্ন অভিনন্দন।
এশিয়ার মুসলিম শাসকদের এরকম পদক্ষেপ নেওয়া আবশ্যক