অনলাইন
বিএনপি নেতা রবিকে শোকজ
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৮ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করা হয়েছে। আজ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয় বলে কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠির জবাব দেয়ার কথা বলা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল এলাকায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভি’র কর্মী তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি শেখ রবিউল আলম রবি।
পাঠকের মতামত
এসব কাঙ্গালী নেতাকে দ্রুত বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করা উচিৎ।
এখনো ক্ষমতায় বসেনি। তার আগেই শুরু করে দিয়েছে! ইংরেজীতে এক প্রবাদ আছে, "Morning shows the days"। ইনারা ক্ষমতায় গেলে কি হবে আর কি করা শুরু করবেন, তা অনুমান করা যাচ্ছে।